বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) লিও ক্লাবের চতুর্থ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এবার কমিটির সভাপতি হয়েছেন ভেটেরিনারি অনুষদের স্নাতকোত্তর শিক্ষার্থী রাকিব হাসান এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন একই অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এ.এস.এম মুশফিকুর রহিম ইফতি।
শুক্রবার (১৮ জুলাই) সংগঠনটির এক বিজ্ঞপ্তিতে ৬ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়।
নব গঠিত কমিটির ক্লাব উপদেষ্টা হিসাবে মনোনীত হয়েছেন ভেটেরিনারি অনুষদের মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. কে এইচ এম নাজমুল হোসাইন নাজির। কমিটির অন্য সদস্যরা হলেন- সদ্য সাবেক সভাপতি আবু সাঈদ, সহ-সভাপতি সুজাউদ্দৌলা সৈকত ও কোষাধ্যক্ষ সুমাইয়া আক্তার মিম।
উল্লেখ্য, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল এর যুব সংগঠন লিও ক্লাব আন্তর্জাতিকভাবে বিভিন্ন সমাজ সেবামূলক কাজ করে থাকে। বর্তমানে বাকৃবিতে অধ্যয়নরত নেপালি, মালয়েশিয়ানসহ ৩০ এরও অধিক বিদেশি শিক্ষার্থী এই ক্লাবের সাথে যুক্ত রয়েছে।
আমার বার্তা/জেএইচ