ইবির প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের নতুন ডিন ড. আতিকুর রহমান
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ১৫:৪৩ | অনলাইন সংস্করণ
ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. আতিকুর রহমান। শনিবার (২০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হকের সই করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা গেছে, প্রকৌশল অনুষদের ডিন হিসেবে সদ্য দায়িত্ব শেষ হওয়া অধ্যাপক ড. মনজুরুল হকের পর শিক্ষকদের জ্যেষ্ঠতার তালিকায় পর্যায়ক্রমে ছিলেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মাহবুবর রহমান, অধ্যাপক ড. রুহুল আমীন ভুইয়া এবং আইসিটি বিভাগের অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন। তবে এদের মধ্যে প্রথম ও তৃতীয়জন জুলাইবিরোধী ভূমিকার অভিযোগে সাময়িকভাবে বহিষ্কৃত রয়েছেন এবং দ্বিতীয়জন বর্তমানে স্যাবাটিক্যাল ছুটিতে আছেন। ফলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন ১৯৮০ (সংশোধিত আইন ২০১০)-এর ধারা ২৩(৪) মোতাবেক সিন্ডিকেট সভার অনুমোদন সাপেক্ষে তাদের পরবর্তী জ্যেষ্ঠ শিক্ষক ড. আতিকুর রহমানকে সংশ্লিষ্ট পদে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী দুই বছর তিনি এই দায়িত্ব পালন করবেন। এ অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য তিনি নিয়মানুযায়ী সুযোগ সুবিধা পাবেন।
নতুন নিয়োগপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. আতিকুর রহমান বলেন, "ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার লক্ষ্যকে সামনে রেখে একাডেমিক কার্যক্রম গতিশীল রাখবো। আমি আশা করি সকলের সহযোগিতায়, আন্তরিকতার সাথে আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারবো।"
আমার বার্তা/সাব্বির আহমেদ/এমই
