আাগামীকাল জকসু ভোট গ্রহণ ও পোলিং এজেন্ট নিয়োগ বিষয়ক সভা

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ১৫:০২ | অনলাইন সংস্করণ

  জবি সংবাদদাতা:

আসন্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনকে কেন্দ্র করে পোলিং এজেন্ট নিয়োগ ও ভোট গ্রহণ বিষয়ক একটি মতবিনিময় সভার আয়োজন করতে যাচ্ছে জকসু নির্বাচন কমিশন। সভাটি আগামীকাল বিশ্ববিদ্যালয়ের শহিদ সাজিদ ভবনের ৭১২ নম্বর কক্ষে অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) জকসু প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, জকসু নির্বাচন ২০২৫ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্নের জন্য জকসু নির্বাচন কমিশন আগামী ২৪ ডিসেম্বর ( বুধবার) সকাল ১০:০০ টায় শহিদ সাজিদ ভবনের ৭ম তলার ৭১২ নং কক্ষে জকসু নির্বাচনে Polling Agent নিয়োগ ও ভোট গ্রহণ বিষয়ে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। উক্ত সভায় জকসু নির্বাচনের সকল প্রার্থীকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি।

এর আগে, প্রার্থীদের ডোপ টেস্ট ৯ ও ১০ ডিসেম্বর, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ১১ ও ১২ ডিসেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার ১৩ ও ১৪ ডিসেম্বর, প্রত্যাহারকৃত প্রার্থী তালিকা প্রকাশ ১৪ ডিসেম্বর প্রকাশ করা হয়। এখন চলছে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা যা শেষ হবে ২৭ ডিসেম্বর এবং ৩০ ডিসেম্বর ভোট গ্রহণ একই দিনে ভোট গণনা ও ফলাফল ঘোষণা ৩০/৩১ ডিসেম্বর।

আমার বার্তা/সাদিয়া সুলতানা রিমি/এমই