খুবিতে নিয়োগে অনিয়ম, দুই শিক্ষক বরখাস্ত
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ১১:১৬ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
শিক্ষক দু'জন হলেন, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. কাজী হুমায়ুন কবির ও কামরুল হাসান। গত রোববার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান চিঠি দিয়ে তাদের বরখাস্তের সিদ্ধান্তের কথা জানান।
খুলনা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান জানান, বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের প্রভাষক পদে আবেদনপত্র যাচাই প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ ছিল। অভিযোগ তদন্তে কমিটি গঠন করা হয়। প্রাথমিক তদন্ত প্রতিবেদনে তাদের বিরুদ্ধে গুরুতর অপরাধ প্রমাণিত হয়েছে। এ প্রেক্ষিতে গত ২৮ ডিসেম্বর সিন্ডিকেটের ২৩৪তম সভার ১৩ নম্বর সিদ্ধান্ত মোতাবেক সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ১২ ধারা অনুযায়ী তাদের সাময়িক বরখাস্ত করা হয়।
আমার বার্তা/জেএইচ
