শিশু সামির হত্যা মামলায় যুবলীগ নেতা মাহমুদুল হক গ্রেপ্তার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
প্রকাশ : ০৫ মার্চ ২০২৫, ১০:০২ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর মিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত ৯ বছরের শিশু সামির হত্যা মামলার এজাহারভুক্ত আসামি যুবলীগ নেতা মাহমুদুল হককে (৪৩) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে মিরপুর-১০ নম্বর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা মাহমুদুল হককে শনাক্ত করে আটক করে। পরে তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাফরুল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কাফরুল থানার পরিদর্শক (তদন্ত) মো. রুবেল মল্লিক।
তিনি বলেন, এ বিষয়ে বিস্তারিত ওসি স্যার বলতে পারবেন। তার সঙ্গে যোগাযোগ করুন। এদিকে স্থানীয়রা জানান, গ্রেপ্তার মাহমুদুল হককে ছেড়ে দেওয়ার জন্য আওয়ামী লীগের লোকজন থানায় পুলিশের সঙ্গে সমঝোতার চেষ্টা করছেন।
কাফরুল থানা সূত্রে জানা যায়, জুলাই-আগস্ট আন্দোলন চলাকালে ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে শিশু সামির নিহত হয়। এ ঘটনায় শিশুটির বাবা শফিকুর রহমার বাদী হয়ে মোট ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও শতাধিক জনকে আসামি করে মামলা করেন। আসামিদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক পুলিশ প্রধান, সাবেক ডিএমপি কমিশনার এবং কাফরুল থানার সাবেক ওসিও রয়েছেন। গ্রেফতার মাহমুদুল হক ৯ নম্বর আসামি।
নিহত শিশুর বাবা শফিকুর রহমান জানান, শুরু থেকেই কাফরুল থানা পুলিশ এই মামলা নিতে গড়িমসি করে। এতদিনেও এই মামলায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। আজ বৈষম্যবিরোধী ছাত্ররা আসামি মাহমুদুল হককে আটকের পর পুলিশের কাছে হস্তান্ত করে। এরপরই পুলিশ তাকে ছেড়ে দিতে আওয়ামী লীগ-যুবলীগের লোকজনের সঙ্গে সমঝোতার চেষ্টা করছে।
এদিকে থানা পুলিশ জানায়, গ্রেপ্তার মাহমুদুল হককে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
আমার বার্তা/এমই