ক্র্যাবের ২১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ১১:১৩ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (ক্র্যাব) এর ২১তম বার্ষিক সাধারণ সভা (বুধবার ৩ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে।

 ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (ক্র্যাব) এর ২১তম বার্ষিক সাধারণ সভা (বুধবার, ৩ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে। সভার সভাপতিত্ব করেন ক্র্যাবের চেয়ারম্যান নূর এ. আলম চৌধুরী।

সভায় উপস্থিত ছিলেন বোর্ড সদস্য তপন চৌধুরী (ব্যবস্থাপনা পরিচালক, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড); আসিফ ইব্রাহিম (ভাইস চেয়ারম্যান, নিউ এজ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ); রায়হান রহমান (ডিরেক্টর, গ্রাউন্ডস্টোন করপোরেশন, কানাডা); তানিয়া নুসরাত জামান (সাবেক পলিসি এক্সপার্ট, ইউএনডিপি ও বিশ্বব্যাংক); আসিফ সাদ বিন শামস (এএমডি ও সিআরও, আইডিএলসি ফাইন্যান্স পিএলসি, আইডিএলসি প্রতিনিধিত্বকারী); মো. নুরুল হুদা (ডিএমডি, আইসিবি, আইসিবি প্রতিনিধিত্বকারী); সাহিল হুমায়ুন (ইউনিকর্ন ইকুইটিজ লিমিটেড–এর প্রতিনিধিত্বকারী), এবং ক্র্যাবের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শাহেদ শামস আজাদ।

সভায় চেয়ারপারসন নূর এ. আলম চৌধুরী বলেন, দেশের চ্যালেঞ্জপূর্ণ অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতির মধ্যেও শেয়ারহোল্ডার, বোর্ড সদস্য, ব্যবস্থাপনা টিম ও ক্লায়েন্টদের সমন্বিত প্রচেষ্টায় ২০২৪–২৫ সালের অর্জন সম্ভব হয়েছে। সেবার মান ও কাভারেজ বৃদ্ধি, মানবসম্পদ উন্নয়ন এবং প্রযুক্তি ব্যবহার আগামী দিনের অগ্রাধিকার বলে জানান তিনি।

ব্যবস্থাপনা পরিচালক শাহেদ শামস আজাদ সভায় ২০২৪–২৫ সালের কার্যক্রম উপস্থাপন করেন। তিনি জানান, রেটিং সেবায় প্রযুক্তিনির্ভর উদ্ভাবন এগিয়ে নেওয়ার ওপর ক্র্যাবের প্রচেষ্টা অব্যাহত থাকবে।