খিলগাঁওয়ে পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ১৩:২০ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

রাজধানীর খিলগাঁওয়ে পারিবারিক কলহের জেরে সোনিয়া আক্তার (২৯) নামে এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (০৫ জানুয়ারি) দিবাগত রাত দুইটার দিকে কুসুমবাগ পুলিশ পার্ক এলাকার একটি বাসায় এই ঘটনা ঘটে। নিহত সোনিয়া একটি সফটওয়্যার কোম্পানিতে কর্মরত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, রাতে স্বামীর সঙ্গে ঝগড়ার পর অভিমান করে নিজ রুমে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে পড়েন সোনিয়া। পরে পরিবারের সদস্যরা দরজা ভেঙে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে ভোর সাড়ে ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সোনিয়া বরগুনা সদরের হেলিগুনিয়া এলাকার দেলোয়ার হোসেনের মেয়ে। তিনি স্বামীর সঙ্গে খিলগাঁও কুসুমবাগ পুলিশ পার্কের পাশে একটি পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন।
নিহত সোনিয়ার স্বামী মো. ফোরকান জানান, গত রাতে পারিবারিক বিষয় নিয়ে তাদের দুজনের মধ্যে ঝগড়া হয়। এরপর সোনিয়া নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেন। পরে জানালার ফাঁক দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢোকেন স্বজনেরা। প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক খবরের সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে অবহিত করা হয়েছে।
আমার বার্তা/এল/এমই
