লালমনিরহাটের পাটগ্রামে ভাঙচুর ও আসামি ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৪
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ১৬:৩২ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

লালমনিরহাটের পাটগ্রাম থানায় হামলা- ভাঙচুর, আসামি ছিনতাই ও থানা অবরুদ্ধ করে রাখার ঘটনায় ছিনিয়ে নেয়া আসামি সোহেল রানাসহ সহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৪ জুলাই) দিবাগত রাতে ও বিভিন্ন সময়ে হাতিবান্ধা ও পাটগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পাটগ্রাম থানা থেকে ছিনিয়ে নেয়া এক মাসের কারাদন্ড পাওয়া সাজাপ্রাপ্ত আসামি সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান তাদেরকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
থানা ভাঙচুর ও আসামি ছিনতাইয়ের ঘটনায় এলাকা জুড়ে এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বাকি আসামিদের গ্রেফতারে এখনো অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
আমার বার্তা/এল/এমই