মসজিদে কন্যাশিশুর মরদেহ, পরিবারের দাবি ধর্ষণের পর হত্যা

প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ১৪:৩৫ | অনলাইন সংস্করণ

  সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিখোঁজের একদিন পর মোসাম্মৎ মাইমুনা আক্তার ময়না (৯) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (৬ জুলাই) সকালে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের হাবলীপাড়া জামে মসজিদের দ্বিতীয়তলা থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত শিশু ময়না উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ছন্দুমিয়া পাড়া এলাকার প্রবাসী আব্দুর রাজ্জাক মিয়ার মেয়ে। সে হাবলিপাড়া মাদ্রাসার ছাত্রী ছিল।মেয়েটিকে কে বা কারা ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করে চলে যায় পরিবার ও এলাকাবাসীর ধারণা। 

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার (৫ জুলাই) বিকেল ৩টার দিকে প্রতিবেশী শিশুদের সঙ্গে খেলতে গিয়ে বাড়িতে ফিরে আসেনি শিশু ময়না।সন্ধ্যার পর থেকেই পরিবারের লোকজন ও এলাকাবাসী তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিখোঁজ সংক্রান্ত পোস্ট দেওয়া হয় এবং মাইকিংয়ের মাধ্যমে সারা এলাকায় জানানো হয় মেয়েটির সন্ধান চেয়ে। পরে রাতে নিহতের মা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

রবিবার সকালে মসজিদে পড়তে যাওয়া বাচ্চারা মসজিদের দ্বিতীয় তলার একটি কক্ষে তার মরদেহ দেখতে পায়। পরে স্থানীয়রা পুলিশকে জানালে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার তপন সরকারসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী জানান, শিশুটির শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এতে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় মসজিদের ইমাম ও মোয়াজ্জিনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। স্থানীয় থানা পুলিশ এবং পিবিআই যৌথভাবে এই ঘটনার তদন্ত করছে।


আমার বার্তা/মো. রিমন খান/এমই