পটুয়াখালীতে ট্রলারের মাঝি হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ১৪:৫৫ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

পটুয়াখালীর মহিপুরে ট্রলারের মাঝি শহিদুল ইসলাম হত্যা মামলার প্রধান এবং দীর্ঘদিনের পলাতক আসামি সোহেল ফকিরকে গ্রেফতার করেছে র্যাব-৮-এর পটুয়াখালী ক্যাম্প।
বুধবার (৩ ডিসেম্বর) রাতে মহিপুর থানার পশ্চিম সাজুরা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতারের পর সোহেল ফকিরকে মহিপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ।
র্যাব জানায়, সোহেল ফকির (৩৪) মহিপুরের সাজুরা এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে।
মামলার নথি ও র্যাবের তথ্য অনুযায়ী, নিহত শহিদুল ইসলাম ট্রলারের মাঝি হিসেবে কাজ করতেন। বিবাদীরা শহিদুলের ট্রলারের জেলে ইব্রাহিমের কাছে ২ হাজার ৪০০ টাকা পাওনা দাবির বিষয়টি নিয়ে শহিদুলের ওপর চাপ সৃষ্টি করে। শহিদুল বিষয়টি স্থানীয় কয়েকজনকে জানালে আসামিরা ক্ষিপ্ত হয়। এরপর গত ২৬ জুন বিকেলে নিজ ঘরের সামনে কাজ করার সময় শহিদুলের ওপর হামলা হয়। অভিযোগ অনুযায়ী, প্রধান আসামি সোহেল ফকির লোহার রড দিয়ে শহিদুলের মাথায় একাধিক আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুয়াকাটার তুলাতলী ২০ শয্যা হাসপাতালে নেন। সেখানে চিকিৎসক শহিদুলকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর শহিদুলের ছোট ভাই রাসেল হাওলাদার বাদী হয়ে মহিপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
আমার বার্তা/এল/এমই
