হাটহাজারীতে ব্যারিস্টার আনিসের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ১৪:৪৭ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টির (একাংশের) চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে চট্টগ্রামের হাটহাজারীর সাদেক নগর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাতে একটি মাইক্রোবাসে করে একদল দুর্বৃত্ত ব্যারিস্টার আনিসের বাড়িতে এসে হামলা চালায়। তারা ভাঙচুর ও আগুন ধরিয়ে দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে ওই দোতলা বাড়ির দুটি কক্ষ ও গ্যারেজে থাকা একটি প্রাইভেটকার পুড়ে গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান জানান, ‘কে বা কারা অগ্নিসংযোগ করেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’
আমার বার্তা/এল/এমই
