টেকনাফ সীমান্তের ওপারে সংঘাতের ঘটনায় ৫৩ বিদ্রোহী আটক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ১৮:২২ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

মিয়ানমারের অভ্যন্তরে চলা সংঘাতের জেরে এপারের টেকনাফে পালিয়ে আসা মিয়ানমারের রোহিঙ্গা বিদ্রোহী গোষ্ঠীর ৫৩ সদস্যকে আটক করা হয়েছে। রোববার (১১ জানুয়ারি) দুপুরে পুলিশ-বিজিবি তাদের আটক করে।
বিজিবির রামু সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ বলেন, আটক ৫৩ জনকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে, তারা বিভিন্ন রোহিঙ্গা সশস্ত্র সংগঠনের সদস্য। পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ এলাকায় হঠাৎ করে সীমান্তের ওপার থেকে আসা গুলি শিশু আফনানের (১২) গায়ে লাগে। এর পরপরই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। হোয়াইক্যংয়ের কক্সবাজার-টেকনাফ মহাসড়কস্থ তেচ্ছিব্রিজ এলাকায় অবরোধ-বিক্ষোভ করে স্থানীয় জনতা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতা শুরু করলে রাজনৈতিক নেতৃবৃন্দদের মধ্যস্থতায় অবরোধ তুলে নেওয়া হয়।
গুলিবিদ্ধ শিশু আফনান বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন বলে জানিয়েছে পরিবার।
আমার বার্তা/এমই
