খাগড়াছড়িতে জামায়াত প্রার্থীর বাসার সামনে ককটেল হামলা
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ১২:১০ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরীর ভাড়া বাসার সামনে ককটেল হামলার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে খাগড়াছড়ি শহরের শালবাগান এলাকায় (উন্নয়ন বোর্ড রেস্ট হাউজ সংলগ্ন) এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে দাবি করেছে জামায়াতে ইসলামী।
ঘটনার তীব্র নিন্দা জানিয়ে খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন বলেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ব্যাহত করার উদ্দেশ্যে জামায়াতের প্রার্থীর বাসার সামনে দুর্বৃত্তদের ককটেল হামলা অত্যন্ত ন্যাক্কারজনক। অনতিবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হচ্ছে।
খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কায় কিসলু বলেন, অভিযোগ পাওয়ার পর রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি বলেন, বাড়ির মালিক ও আশপাশের লোকজন একটি বিস্ফোরণের শব্দ শুনেছেন। তবে ঘটনাস্থলে তেমন কোনো দৃশ্যমান আলামত পাওয়া যায়নি। একটি প্লাস্টিকের টুকরো আলামত হিসেবে সংগ্রহ করা হয়েছে। ফরেনসিক পরীক্ষার পর বিস্তারিত জানা যাবে।
তিনি আরও বলেন, এটি কোনো পটকা বা বাজির শব্দও হতে পারে। তবে যেহেতু জামায়াতে ইসলামীর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। উল্লেখ্য, সংশ্লিষ্ট বাসায় জামায়াতের প্রার্থী মাঝে মাঝে অবস্থান করেন।
আমার বার্তা/এল/এমই
