সিলেটে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেফতার তিন
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ১৮:৫৮ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

সিলেটের কানাইঘাটে এক বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে ঘর থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৪ জুলাই) সকালে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার গভীর রাতে কানাইঘাট সদর ইউনিয়নের কচুপাড়া গ্রামের বুদ্ধিপ্রতিবন্ধী এক তরুণীকে ঘর থেকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়।
পরে বুধবার সকাল ৭টার দিকে দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের কায়স্থগ্রামের একটি বালুচরে স্থানীয়রা মেয়েটিকে জামাকাপড় ছেঁড়া ও শারীরিকভাবে দুর্বল অবস্থায় দেখতে পান। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। জিজ্ঞাসাবাদে মেয়েটি জানায়, তিনজন ব্যক্তি তার সাথে ‘খারাপ কাজ’ করেছে।
ভুক্তভোগীর মা নুর জাহান বাদী হয়ে কানাইঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০২৫) এর ৭/৯(৩) ধারায় একটি মামলা করেন।
পরে কানাইঘাট থানার ওসি আব্দুল আউয়ালের নির্দেশনায় এসআই খোকন চন্দ্র সরকার, এসআই শাহ আলম, এসআই শৈলেশ চন্দ্র দাস ও এএসআই আরেফিনের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে রাতেই তিন আসামিকে গ্রেফতার করে।
এ মামলার আসামিরা হলেন, উমাগড় গ্রামের মৃত নিখিল দাসের ছেলে নোহা চালক শুভংকর দাস, কচুপাড়া গ্রামের ফরিদ আহমদের ছেলে ক্যারিকাভ চালক বাবুল আহমদ , এবং চটিগ্রাম গ্রামের বাবুল মিয়ার ছেলে পিকআপ চালক ফাহাদ মিয়া।
এদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল জানান, বুদ্ধিপ্রতিবন্ধী মেয়েটিকে গ্রেফতারকৃত ৩ জন নোহা গাড়িতে উঠিয়ে নিয়ে ধর্ষণ করেছে বলে তার পরিবার জানিয়েছে। থানায় মামলা দায়েরের পর ভিকটিমের জবানবন্দি গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে নেয়া হয়েছে। মামলাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।
আমার বার্তা/এল/এমই