বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রাজস্ব আদায়
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ১১:৫৭ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

গত অর্থবছরে লক্ষ্যমাত্রার চেয়ে ৩১৬ কোটি ৫১ লাখ টাকা বেশি রাজস্ব আদায় করেছে যশোরের বেনাপোল কাস্টমস। এমন রেকর্ড গড়ার পেছনে কর্তৃপক্ষের জবাবদিহিতা, বাণিজ্যে স্বচ্ছতা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকে সামনে আনছেন ব্যবসায়ীরা। তবে পণ্য খালাস জটিলতা কাটাতে পারলে রাজস্ব আদায় আরও বাড়বে বলে মনে করেন তারা।
ভারত-বাংলাদেশ স্থল বাণিজ্যের প্রায় ৮০ শতাংশই হয় বেনাপোল বন্দর দিয়ে। এই বন্দর দিয়েই বছরে প্রায় ৪০ হাজার কোটি টাকার পণ্য আমদানি ও ৮ হাজার কোটির টাকার পণ্য রফতানি হয়। দ্বিপাক্ষিক এই বাণিজ্যিক কার্যক্রম থেকে বিপুল রাজস্ব পায় সরকার।
গত ২০২৪-২৫ অর্থবছরে বেনাপোল কাস্টমস থেকে ৬ হাজার ৭০৫ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেয় এনবিআর। অথচ বছর শেষে আদায় হয়েছে ৭ হাজার ২১ কোটি ৫১ লাখ টাকা। যা লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৩১৭ কোটি টাকা বেশি।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামিম হোসেন বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতার আগের চেয়ে অনেক বেড়েছে। যার কারণে রাজস্ব আয়ও বেড়েছে।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কাস্টমস বিষয়ক সম্পাদক আব্দুল লতিফ বলেন, যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে এ পথে রাজস্ব আয় বেড়েছে। বিশেষ করে পদ্মাসেতুর সুফল পাচ্ছে বন্দর।
বন্দর কর্তৃপক্ষের তথ্য, গত অর্থবছর বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে আমদানি হয়েছে ১৪ লাখ ৯৮ হাজার ২ মেট্রিক টন পণ্য। কাস্টমস থেকে দ্রুত পণ্য খালাসে এখনও যেমন রয়ে গেছে নানান জটিলতা। তেমনি প্রায়ই শুল্কফাঁকি দেয়ার ঘটনা ঘটছে বলেও অভিযোগ রয়েছে ব্যবসায়ীদের।
সাধারণ ব্যবসায়ী মনির হোসেন বলেন, বর্তমান সরকারের আমলে দুর্নীতি কমায় রাজস্ব আয় বেড়েছে। স্বচ্ছতা ও জবাবদিহি আরও বাড়লে, রাজস্ব আয়ও আরও বাড়বে।
আমদানিকারক ইদ্রিস আলী, দ্রুত পণ্য খালাস নিশ্চিত করতে হবে। এতে ব্যবসায়ী পণ্য আমদানি আগ্রহী হবে। ফলে রাজস্ব আরও বাড়বে।
গত ২০২৩-২৪ অর্থবছরে ৫ হাজার ৯৪৮ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে ৬ হাজার ১৬৭ কোটি ৩৮ লাখ টাকা রাজস্ব আদায় করেছিল বেনাপোল কাস্টমস হাউস।
আমার বার্তা/এল/এমই