এফবিসিসিআইয়ের পরিচালক পদে লড়ছেন ড. সাদী-উজ-জামান
ব্যবসায়ী মহলে ইতিবাচক সাড়া
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ১৮:৪০ | অনলাইন সংস্করণ
তকীউদ্দিন মুহাম্মদ আকরামুল্লাহ:

বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর আসন্ন নির্বাচনে পরিচালক পদে প্রার্থী হতে যাচ্ছেন দেশের স্বনামধন্য আবাসন শিল্প প্রতিষ্ঠান নতুনধরা এসেটস লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক, তরুণ শিল্পোদ্যোক্তা ও সমাজসেবক ড. মো. সাদী-উজ-জামান।
ড. সাদী-উজ-জামানের এই সিদ্ধান্তকে কেন্দ্র করে দেশের বিভিন্ন খাতের ব্যবসায়ী মহলে ইতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসায়ী নেতাদের মতে, দীর্ঘদিন ধরেই তিনি ব্যবসায়ীদের অধিকার, সুযোগ ও নীতিগত চ্যালেঞ্জ নিয়ে সক্রিয়ভাবে কাজ করে আসছেন। জাতীয় গণমাধ্যমে নিয়মিত লেখালেখি, টেলিভিশনের টকশোতে অংশগ্রহণ এবং সরকারি-বেসরকারি বিভিন্ন সেমিনার ও আলোচনায় ব্যবসায়ীদের পক্ষে যুক্তিনির্ভর বক্তব্য উপস্থাপন তার পরিচিতি আরও সুদৃঢ় করেছে।
তারা মনে করছেন, ড. সাদী-উজ-জামানের মতো একজন অভিজ্ঞ, ব্যবসায়ীবান্ধব ও নীতিনিষ্ঠ উদ্যোক্তা এফবিসিসিআইয়ের পরিচালক হিসেবে দায়িত্ব পেলে ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে কার্যকর ও ইতিবাচক ভূমিকা রাখবেন। বিশেষ করে আবাসন, অবকাঠামো, নির্মাণ এবং উদ্যোক্তা উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ খাতে নীতিগত সহায়তা জোরদারে তিনি বলিষ্ঠ ভূমিকা রাখতে সক্ষম হবেন বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ড. সাদী-উজ-জামান এফবিসিসিআই নির্বাচনে শওকত আজিজ রাসেলের নেতৃত্বাধীন ‘প্রগতিশীল ব্যবসায়ী পরিষদ’ প্যানেল থেকে পরিচালক পদে প্রার্থী হতে যাচ্ছেন।
উল্লেখ্য, ড. মো. সাদী-উজ-জামান বর্তমানে এফবিসিসিআইয়ের জেনারেল বডি (২০২৩–২০২৫) সদস্য এবং স্ট্যান্ডিং কমিটি অন ল্যান্ড ডেভেলপারস-এর কো-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি রিয়েল এস্টেট, হাউজিং, ইনফ্রাস্ট্রাকচার ও ইয়াং এন্টারপ্রেনারশিপ বিষয়ক একাধিক স্ট্যান্ডিং কমিটির সদস্য। আবাসন খাতে দীর্ঘ প্রায় দুই দশকের অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার কারণে ব্যবসায়ী মহলে তিনি একজন গ্রহণযোগ্য ও আস্থাশীল নেতৃত্ব হিসেবে বিবেচিত হচ্ছেন।
ব্যবসায়ীদের আশা, পরিচালক পদে নির্বাচিত হলে ড. সাদী-উজ-জামান এফবিসিসিআইকে আরও গতিশীল করে তুলবেন এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসাবান্ধব পরিবেশ গঠনে কার্যকর অবদান রাখবেন।
আমার বার্তা/এমই
