আইইএলটিএস পরীক্ষার নিয়মে আসছে পরিবর্তন

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ১৫:৪১ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

ফেব্রুয়ারি থেকে আইইএলটিএস পরীক্ষা হবে শুধু কম্পিউটার ভিত্তিক। ব্রিটিশ কাউন্সিল (বাংলাদেশ) অফিসিয়ালি এই ঘোষণা দিয়েছে।

ঘোষণা অনুযায়ী, ২০২৬ সালের ১ ফেব্রুয়ারি থেকে আইএলটিএস পেপারে পরীক্ষা বন্ধ হয়ে যাবে।

পরীক্ষা যাদের ফেব্রুয়ারির পর নির্ধারিত ছিলো, তারা কোনো অতিরিক্ত ফি ছাড়াই পেপার থেকে সিডিটি (কম্পিউটার ডেলিভারড টেস্ট)-এ পরিবর্তন করতে পারবেন।

টেলিগ্রাফ জানিয়েছে, ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত নেওয়া আইইডএলটিএস পরীক্ষার প্রায় এক শতাংশ প্রশ্নপত্রে সমস্যা ছিল। সংস্থার হিসাব অনুয়ায়ী সংখ্যা দাঁড়ায় প্রায় ৭৮ হাজার। লিসেনিং ও রিডিং অংশে প্রযুক্তিগত ত্রুটি মিলেছে। কয়েক সপ্তাহ আগে বিষয়টি সামনে আসলে সংশ্লিষ্টদের কাছে সংশোধিত ফল পাঠানো হয় এবং ক্ষমা চেয়ে সহযোগিতার প্রস্তাব দেওয়া হয়।

ত্রুটির স্কোর প্রয়োজনের তুলনায় কম-বেশি দেখা যায়।কিন্তু ভুলটি দীর্ঘদিন ধরা না পড়ায় অনেকে ওই ফল দিয়ে ভিসার আবেদন করে অনুমতিও পেয়েছেন।

এ সময় চীন, বাংলাদেশ ও ভিয়েতনামে আইইএলটিএস পরীক্ষা নিয়ে প্রতারণার ঘটনাও সামনে এসেছে। অপরাধচক্র প্রশ্নফাঁস করে উচ্চমূল্যে বিক্রি করত। বাংলাদেশে এমন ঘটনায় দুইজন গ্রেপ্তারো হয়েছে, যারা ঘুষের মাধ্যমে প্রশ্ন সংগ্রহ করে ১,০০০ থেকে ২,৫০০ পাউন্ড পর্যন্ত দাম নিত। ভিয়েতনামে ব্রিটিশ কাউন্সিল এক পরীক্ষার সময়সূচি বাতিল করে ব্যাকআপ পরীক্ষা নেয়, যা প্রশ্নফাঁসের সন্দেহ তৈরি করে। চীনেও একই ধরনের চিটিংয়ের প্রমাণ মিলেছে।

আমার বার্তা/এল/এমই