ধর্ষক কিভাবে জামিন পায়: শবনম ফারিয়া
প্রকাশ : ০৪ মার্চ ২০২৫, ১৯:০২ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

অভিনয়ে অনিয়মিত হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে যথেষ্ট সরব শবনম ফারিয়া। বিভিন্ন বিষয়ে নিজের মতামত প্রকাশ করেন তিনি। এবার কথা বললেন দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। প্রশ্ন ছুড়ে দিয়েছেন ধর্ষক কিভাবে জামিন পায়?
নিজের ফেসবুকে একটি পোস্ট শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ধর্ষককে যারা জামিন দিয়েছে কিংবা এই প্রসেসের সাথে যারা জড়িত তাদেরও শাস্তির আওতায় আনা জরুরী।
বর্তমান দেশের আইন শৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘দেশের আইন শৃঙ্খলার অবস্থা খারাপ। তার মধ্যে যদি এমন সব ঘটনা ঘটে, তাহলে এর চেয়ে খারাপ দৃষ্টান্ত আর কিছু হতে পারে না।‘
ফারিয়ার শেয়ারকৃত ওই পোস্টে দাবি করা হয়েছে, ৮ বছর আগে সাজাপ্রাপ্ত আসামিকে জামিন দেওয়া হয়েছে। ২০১৬ সালে প্রতিবেশীর মেয়ের সঙ্গে খেলা করতে গিয়ে নিখোঁজ হয় ৫ বছর বয়সী এক শিশু। পরদিন ওই শিশুকে আহত অবস্থায় উদ্ধার করে তার পরিবারের সদস্যরা।
অপরাধী সাইফুল ৫ বছরের ওই শিশুর মাথা, গলা, হাত ও প্রজনন অঙ্গ ধারালো অস্ত্র দিয়ে মারান্তক যখম করে। শরীরের বিভন্ন স্থানে সিগারেটের ছ্যাক দিয়ে ক্ষত করে।
ওই ঘটনার পরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাইফুলের বিরুদ্ধে মামলা করেন শিশুটির বাবা। অভিযোগের পরেই প্রতিবেশীকে গ্রেফতার করে পুলিশ। অপরাধ প্রমাণিত হওয়ায় সাইফুলকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।
ঘটনার ৮ বছর পর ১৯ ফেব্রুয়ারি দিনাজপুর জেলা কারাগার থেকে 'দীর্ঘদিন হাজতবাসের' কারণ দেখিয়ে জামিনে মুক্ত পেয়েছেন অপরাধী সাইফুল ইসলাম।
সাজাপ্রাপ্ত আসামি কারাগার থেকে মুক্তি পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন ভুক্তভুগির বাবা। তিনি বলেন, ‘আমার বাসার কাছেই বাসা। চোখের সামনে সে ঘুরে বেড়ায়। আর আমার মেয়ে, মেয়ের মা ঘর থেকে বের হতে পারে না। আমার মেয়েটা চুপ হয়ে গেছে। মনটা ভারী করে থাকে। বিচার তো পাইছিলাম, তাইলে এমন হইল ক্যানে? যাবজ্জীবনের আসামি ছাড়া পাইল ক্যানে?’
আমার বার্তা/এমই