সামান্থার বিয়ের দিনে পোস্ট, খুনের হুমকি পাচ্ছেন নায়িকার মেকআপ আর্টিস্ট
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ১০:৪১ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

গত সোমবার বিয়ে করেছেন ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। তার বিয়ের দিনে একটি পোস্ট দিয়েছিলেন অভিনেত্রীর প্রাক্তন মেকআপ আর্টিস্ট সাধনা সিং। কিন্তু সেই পোস্টটি ঘিরে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে খুনের হুমকি পাচ্ছেন সাধনা- এমনই অভিযোগ তার।
বিয়ের দিন সাধনা একটি ইঙ্গিতপূর্ণ পোস্টে লিখেছিলেন, “ভিলেন হয়ে ভালোই ভিকটিম সাজা হচ্ছে।” পোস্টটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং সামান্থার ভক্তদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে।
সামান্থা ও সাধনা একসময় ঘনিষ্ঠ ছিলেন। নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পরও তাদের বন্ধুত্ব আরও গভীর হয়। এদিকে সামান্থা-সাধনার টিমে ছিলেন আরেক বন্ধুও। তিনি প্রীতম জুকালকের। নাগার সঙ্গে ডিভোর্সের পর প্রীতমের সঙ্গে অভিনেত্রীর বন্ধুত্ব নিয়ে জোর চর্চাও হয়েছিল। রটে যায়, তারা নাকি সম্পর্কে রয়েছেন!
প্রীতম জুকালকের সঙ্গে সামান্থার ঘনিষ্ঠতা নিয়ে গুঞ্জন তৈরি হলে সাধনা ও সামান্থার সম্পর্ক শীতল হয়ে যায়। শেষ পর্যন্ত সামান্থার সঙ্গে কাজ করা বন্ধ করে দেন সাধনা এবং সামাজিক মাধ্যমেও তাকে আনফলো করেন। আর সে ঘটনাকে নেপথ্যে রেখে এবং পোস্ট দেওয়াকে কেন্দ্র করে খুনের হুমকি পাচ্ছেন সাধনা।
সম্প্রতি সামাজিক মাধ্যমে সেই হুমকির স্ক্রিনশট প্রকাশ করে এই মেকআপ আর্টিস্ট লিখেছেন, এই হচ্ছে শিক্ষিত, হতাশ মানুষের উদাহরণ। সারাদিন আমার খোঁজ নিয়ে খুনের হুমকি দিচ্ছে। মনগড়া গল্প বানাতে এত চেষ্টা করছেন—চালিয়ে যান। তবে আমাকে মনে রাখার জন্য ধন্যবাদ
যদিও বিষয়টি নিয়ে সামান্থা বা তার টিমের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
উল্লেখ্য, দীর্ঘদিনের জল্পনা কাটিয়ে দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছেন সামান্থা রুথ প্রভু। গত সোমবার সকালে কোয়েম্বাটুরের লিঙ্গ ভৈরবী মন্দিরে হিন্দু রীতিনীতি মেনে তাদের বিবাহ সম্পন্ন হয়েছে। বলিউড পরিচালক রাজ নিদিমরুর সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর বিয়ে করলেন নায়িকা। তেমন কোনো আড়ম্বর ছাড়াই ছিমছাম আয়োজনে বিয়ে সেরেছেন সামান্থা ও রাজ।
আমার বার্তা/জেএইচ
