পুতিনের ওপর হতাশা প্রকাশ ট্রাম্পের

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৩ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি হতাশ বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ বন্ধে আলোচনায় কোনো অগ্রগতি না হওয়ায় এ মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) যুক্তরাজ্য সফরের শেষের দিকে সংবাদ সম্মেলনে রাখঢাক না রেখেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে হতাশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তার অভিযোগ, ইউক্রেন যুদ্ধ থামাতে আলোচনা বা কূটনৈতিক প্রচেষ্টায় কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি, ফলে তার প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন রুশ প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, পশ্চিমা দেশগুলো একের পর এক যুদ্ধবিরতি প্রস্তাব দিয়েছে, কিন্তু মস্কো ইতিবাচক পদক্ষেপ নেয়নি। তিনি এটিকে ‘পুতিনের ব্যর্থতা’ বলে অভিহিত করেন।
 
এদিকে ইউক্রেনের সঙ্গে সংঘাতের মধ্যে সংসদীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় বৃহস্পতিবারের এই বৈঠকে পুতিন বলেন, রাশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি ধীর হওয়া একেবারেই পরিকল্পিত সিদ্ধান্ত। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ ও সামষ্টিক স্থিতিশীলতার স্বার্থেই এই নীতি অবলম্বন করা হয়েছে।
 
যদিও রুশ কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, টানা দুই কোয়ার্টারে জিডিপি হ্রাস পেয়েছে, যা অনেকের কাছে ‘প্রযুক্তিগত মন্দা’র ইঙ্গিত দেয়। তবে পুতিন জোর দিয়ে বলেন, দেশ এখনো মন্দা থেকে অনেক দূরে।
 
গণমাধ্যমের তথ্যানুযায়ী, পশ্চিমা দেশগুলোর ২৫ হাজারেরও বেশি নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়ার যুদ্ধকালীন অর্থনীতি ২০২৩ সালে ৪ দশমিক ১ শতংশ আর ২০২৪ সালে ৪ দশমিক ৩ শতাংশ হারে বেড়েছে, যা জি-৭ দেশগুলোর তুলনায় বেশি।
 
তবে উচ্চ সুদের কারণে প্রবৃদ্ধি এখন উল্লেখযোগ্যভাবে কমছে। বাজেট ঘাটতি সামলাতে ভ্যাট বাড়ানো ও বিলাসপণ্যে কর আরোপের বিষয়টিও সরকার বিবেচনায় নিচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন পুতিন।
 
অর্থনীতির পাশাপাশি ইউক্রেন যুদ্ধ নিয়েও মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট। জানান, ফ্রন্টলাইনে এখন ৭ লাখের বেশি সেনা মোতায়েন রয়েছে। তিনি বলেন, এই মোতায়েন যুদ্ধক্ষেত্রে রাশিয়ার সক্ষমতাকে আরও শক্তিশালী করেছে।
 
অন্যদিকে কিয়েভ বলছে, রাশিয়ার সঙ্গে সাম্প্রতিক বিনিময়ে তারা এক হাজারেরও বেশি ইউক্রেনীয় সেনার মরদেহ ফিরে পেয়েছে। এর বিপরীতে মাত্র ২৪ জন রুশ সেনার মরদেহ তারা হস্তান্তর করেছে।
 
তবে রুশ রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাস দাবি করেছে, সাম্প্রতিক সংঘাতে ইউক্রেনের দেড় হাজারেরও বেশি সেনা হতাহত হয়েছে। কিয়েভ এ দাবি অস্বীকার করেছে, আর বিশ্লেষকরা একে আখ্যা দিচ্ছেন দুই পক্ষের প্রচলিত 'ন্যারেটিভ ওয়ারফেয়ার' বা তথ্যযুদ্ধ হিসেবে।

আমার বার্তা/এল/এমই