কলম্বিয়ায় বিমান দুর্ঘটনায় এমপিসহ ১৫ আরোহীর সবাই নিহত
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ১০:১৮ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

কলম্বিয়ায় একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে আরোহী ১৫ যাত্রীর সবাই নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় বিমান সংস্থা সাটেনা এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে। এতে বলা হয়, সংস্থাটির বিচক্রাফ্ট ১৯০০ ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন। বর্তমানে বিমানটির ধ্বংসাবশেষ দুর্গম পাহাড়ি এলাকায় রয়েছে।
বিমানটির দাপ্তরিক যাত্রীতালিকায় দেশটির সংসদ সদস্য দিওজিনেস কুইনতেরো এবং আগামী কংগ্রেস নির্বাচনের সম্ভাব্য প্রার্থী কারলোস সালসেদো রয়েছেন।
বিমান সংস্থাটির দেওয়া তথ্য অনুযায়ী, ফ্লাইট এনএসই ৮৮৪৯ বুধবার কলম্বিয়ার কুকুতা শহর থেকে উড্ডয়ন করে। এতে ১৩ যাত্রী ও দুজন ক্রু ছিলেন।
স্থানীয় সময় বুধবার (২৮ জানুয়ারি) দুপুর ১২টা ৫ মিনিটে ভেনেজুয়েলা সীমান্তসংলগ্ন ওকানিয়া শহরে অবতরণের কথা ছিল বিমানটির। তবে অবতরণের নির্ধারিত সময়ের ১১ মিনিট আগে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পরপরই পাহাড়ি এলাকায় উদ্ধার ও তল্লাশি অভিযান শুরু করা হয়। যাত্রীদের স্বজনদের তথ্য জানাতে একটি হটলাইনও চালু করা হয়। কলম্বিয়ার সশস্ত্র বাহিনী উদ্ধার অভিযানে সহায়তা করছে।
কুকুতা অঞ্চলটি পাহাড়ি এলাকা। সেখানকার আবহাওয়া অত্যন্ত পরিবর্তনশীল। এর কিছু অংশ কলম্বিয়ার বৃহত্তম গেরিলা গোষ্ঠী, ন্যাশনাল লিবারেশন আর্মি দ্বারা নিয়ন্ত্রিত।
আমার বার্তা/জেইচ
