তাঁতিবাজার এলাকা ঘুরে দেখলেন রাজউক চেয়ারম্যান
প্রকাশ : ১৫ মে ২০২৫, ১৯:৪৮ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিস, ঢাকা ওয়াসা, তিতাস গ্যাস, ডিপিডিসিসহ অন্যান্য সরকারি সংস্থার প্রতিনিধিদের নিয়ে তাঁতিবাজার এলাকা পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার (১৫ মে) রাজউকের আওতাধীন তাঁতিবাজার এলাকায় ভবন দুর্ঘটনা হ্রাসের লক্ষ্যে আন্তঃসংস্থার সমন্বয়ে এই পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়। এসময় আবাসিক ও অনাবাসিক ভবনগুলোর বিভিন্ন সমস্যা এবং সংকীর্ণ রাস্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রাজউক চেয়ারম্যান।
রাজউক চেয়ারম্যান জানান, তাঁতিবাজার এলাকার বেশিরভাগ ভবন অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে এবং রাজউক অনুমোদিত নকশা না মেনেই নির্মাণ করা হয়েছে। একটি ভবনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকৃত অবস্থায় সংকীর্ণ ও ঝুঁকিপূর্ণ সিঁড়ি দেখা যায়। একই ভবনে অনুমোদনহীন আবাসিক ও বাণিজ্যিক কার্যক্রম চলছিল।
পরিদর্শনকালে পিপলস' ক্রেডিট কোঅপারেটিভ লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানেও পর্যাপ্ত অগ্নিনির্বাপণ সামগ্রী না পাওয়ায়, প্রতিষ্ঠানটির মালিককে অনুমোদন সংক্রান্ত প্রমাণসহ রাজউক চেয়ারম্যানের দপ্তরে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়।
একটি ভবনে স্বর্ণের দোকানের পাশাপাশি ব্যাটারি ফ্যাক্টরি দেখা যায়, যা অগ্নিকাণ্ডের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ভবনগুলোর ঝুঁকি কমাতে রাজউক চেয়ারম্যান ব্যবসায়ী সমিতির প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন এবং ঝুঁকিপূর্ণ স্থাপনা নিজ উদ্যোগে সংশোধন করার নির্দেশ দেন।
রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম বলেন, আমরা এখানে কোনো অভিযান চালাতে আসিনি, এলাকাবাসীকে সচেতন করতে এসেছি। তাঁতিবাজার এলাকার অধিকাংশ ভবনের রাজউক অনুমোদিত নকশা নেই। ভবনগুলো অপরিকল্পিতভাবে নির্মিত হয়েছে। আগুন লাগলে বা ভূমিকম্প হলে প্রাণহানি ঘটতে পারে। আন্তঃসংস্থার সমন্বয়ে ঝুঁকিপূর্ণ ভবনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব।
পরিদর্শনকালে রাজউকের সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) হারুন-অর-রশীদসহ রাজউকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এবং আন্তঃসংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
আমার বার্তা/এমই