নিয়োগ পরীক্ষায় অর্থ লেনদেন নিয়ে সতর্ক করল ইউজিসি

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ১২:৪৭ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ৯ম গ্রেডের বিভিন্ন পদের বাছাই পরীক্ষা আগামী ৫, ৬ ও ১৯ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে। পরীক্ষা ঘিরে আর্থিক লেনদেন বা প্রলোভনমূলক প্রতারণার বিষয়ে সতর্ক করেছে সংস্থাটি। 

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ইউজিসির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে। 

ইউজিসি জানিয়েছে, সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ দেওয়া হবে। কোনোভাবেই অর্থ লেনদেন বা অনৈতিক উপায়ে চাকরি পাওয়ার সুযোগ নেই।

প্রতিষ্ঠানটি আরও জানায়, প্রার্থী বা তাদের অভিভাবকদের কেউ যদি চাকরি দেওয়ার নাম করে অর্থ দাবি করে, তাহলে তা প্রতারণা ছাড়া আর কিছুই নয়। এ ধরনের আর্থিক যোগাযোগ ও লেনদেন থেকে সম্পূর্ণভাবে বিরত থাকার আহ্বান জানায় ইউজিসি। পাশাপাশি অনৈতিক বা দুর্নীতিমূলক কর্মকাণ্ডে জড়ালে এর দায়ভার কমিশন নেবে না বলেও সতর্ক করা হয়।

চাকরিপ্রত্যাশী কিংবা তাদের পরিবার কেউ এমন প্রলোভন বা সন্দেহজনক লেনদেনের তথ্য জানলে সঙ্গে সঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনী বা ইউজিসিকে জানানোর অনুরোধও জানিয়েছে প্রতিষ্ঠানটি।


আমার বার্তা/জেএইচ