সম্ভাবনাময় বাংলাদেশকে তুলে ধরে ইয়াঙ্গুনে বিজয় দিবস পালিত

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ১০:৪১ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

মহান বিজয় দিবস উপলক্ষে ইয়াঙ্গুনস্থ বাংলাদেশ দূতাবাস রোববার (২১ ডিসেম্বর) কূটনৈতিক সম্প্রদায়, মিয়ানমারের বিশিষ্ট নাগরিক এবং প্রবাসী বাংলাদেশিদের জন্য এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

ইয়াঙ্গুনের কূটনৈতিক মিশনগুলোর প্রধান, অন্যান্য কূটনীতিক, জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, ব্যবসায়ী নেতা, মিয়ানমারের বিশিষ্ট ব্যক্তি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী, উদ্যোক্তা ও পেশাজীবীরা সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে বাংলাদেশের দেশাত্মবোধক গানের ছন্দে মিয়ানমার নারী উদ্যোক্তা নেটওয়ার্ক-এর সদস্যদের মনোমুগ্ধকর নৃত্যসহ দূতাবাস পরিবারের শিশুরা মোহনীয় নৃত্য পরিবেশন করে।

রাষ্ট্রদূত ড. মো. মনোয়ার হোসেন তার সংক্ষিপ্ত বক্তব্যে মুক্তিযুদ্ধের সব বীর মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতা সংগ্রামে নির্যাতিত নারীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি জুলাই-আগস্ট আন্দোলনে শহীদ, যারা বৈষম্যহীন নতুন এক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন, তাদেরকেও স্মরণ করেন। 

রাষ্ট্রদূত বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের মহান বিজয় বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্জন যা অর্জিত হয়েছে ২৩ বছরের দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে এক রক্তক্ষয়ী মুক্তিসংগ্রামের মাধ্যমে। তিনি দেশ গঠনে প্রবাসীদের ভূমিকার কথা এবং তাদের জন্য বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করেন।

সন্ধ্যায় দূতাবাস পরিবার ও কমিউনিটির সদস্যদের অংশগ্রহণে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় যা অতিথিদের ব্যাপক প্রশংসা কুড়ায়। এ অনুষ্ঠানে মিয়ানমারে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির সদস্য ও দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা সপরিবারে উপস্থিত ছিলেন।

১৬ ডিসেম্বর বিজয় উৎসব অনুষ্ঠানের প্রথম পর্বে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন, রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার বাণী পাঠ, দুটি ভিডিও তথ্যচিত্র প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


আমার বার্তা/জেএইচ