শিশুরাই আগামীর স্মার্ট বাংলাদেশের কর্ণধার: মমতাজ আহমেদ
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ১৬:২১ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

রাজধানী ঢাকার গুলশানে অবস্থিত লেকশোর হোটেলে মঙ্গলবার শিশু অধিকার রক্ষায় বাস্তবায়িত প্রকল্পের অভিজ্ঞতা ও সাফল্য বিনিময়ের লক্ষ্যে এক ‘লার্নিং শেয়ারিং’ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এডুকো বাংলাদেশ এবং ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইএসডিও-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা, উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি এবং শিশু অধিকার কর্মীরা এতে অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র সচিব মমতাজ আহমেদ বলেন, শিশুরাই আগামীর স্মার্ট বাংলাদেশের কর্ণধার। তাদের সুরক্ষা ও অধিকার নিশ্চিতে সরকারের পাশাপাশি উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর এই সম্মিলিত প্রচেষ্টা প্রশংসনীয়। এডুকো ও ইএসডিও’র এই প্রকল্পের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের শিশুরা যে সুফল পেয়েছে, তা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) অর্জনে সহায়ক হবে।
ইএসডিও-এর নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান তার বক্তব্যে বলেন, আমরা মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে দেখেছি যে, সঠিক তদারকি ও সুযোগ পেলে শিশুরা নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে পারে। আজকের এই লার্নিং শেয়ারিং সেশনের মূল উদ্দেশ্য হলো আমাদের অর্জিত অভিজ্ঞতাগুলো সবার সাথে ভাগ করে নেওয়া, যাতে ভবিষ্যতে আরও কার্যকরভাবে শিশু অধিকার নিয়ে কাজ করা যায়।
অনুষ্ঠানে প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে বক্তারা জানান, বাস্তবায়িত এই প্রকল্পের মাধ্যমে শিশুশ্রম রোধ, বাল্যবিবাহ প্রতিরোধ এবং শিশুদের মানসম্মত শিক্ষা ও পুষ্টি নিশ্চিতকরণে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। বিশেষ করে দুর্যোগপ্রবণ এলাকার শিশুদের শিক্ষাজীবন অব্যাহত রাখতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
সেমিনারে অংশগ্রহণকারী উন্নয়ন সহযোগীরা এই প্রকল্পের সাফল্যের মডেলগুলো সারা দেশে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। মুক্ত আলোচনায় বক্তারা আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারি ও বেসরকারি সংস্থার সমন্বিত কর্মপরিকল্পনার ওপর জোর দেন।
আমার বার্তা/এমই
