হাইকমিশনের নিরাপত্তায় দিল্লির আশ্বাসের বাস্তব প্রতিফলন চায় ঢাকা
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ১৯:২৮ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

ভারতের দিল্লিতে অবস্থিত বাংলাদেশের মিশন এবং শিলিগুড়ির ভিসা সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের অবস্থান জানানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বিষয়টি গুরুত্বসহকারে দেখার যে আশ্বাস দিয়েছে ভারত, ঢাকা তার দ্রুত ও কার্যকর প্রতিফলন দেখতে চায়।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহাবুবুল আলম সাংবাদিকদের এসব কথা জানান।
হাইকমিশনার তলবের বিষয়ে ভারতের প্রতিক্রিয়া জানতে চাইলে মুখপাত্র বলেন, বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে। এ সময় ভারতের পক্ষ থেকে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেওয়া হয়েছে। বাংলাদেশ আশা করে, এই আশ্বাস দ্রুত কার্যকর পদক্ষেপে রূপ নেবে।
ভারতে বাংলাদেশের বিভিন্ন মিশনে ভিসা সেবা সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, নিরাপত্তাজনিত কারণে নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন ও আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে ভিসা সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি শিলিগুড়িতে অবস্থিত বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্রও সাময়িক বন্ধ রাখা হয়েছে।
আমার বার্তা/এমই
