পোস্টাল ব্যালটে ভোট দিতে প্রায় সাড়ে ৮ লাখ প্রবাসীর নিবন্ধন
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ১৩:৪৭ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে প্রবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। নির্বাচন কমিশনের বিশেষ অ্যাপ ‘পোস্টাল ভোট বিডি’-তে নিবন্ধনের সংখ্যা ইতোমধ্যে ৮ লাখ ৪৮ হাজার ৫০০ জন ছাড়িয়ে গেছে।
রোববার (২৮ ডিসেম্বর) সকালে ইসির ওয়েবসাইট থেকে এই হালনাগাদ তথ্য জানা গেছে। গত ১৯ নভেম্বর শুরু হওয়া এই নিবন্ধন প্রক্রিয়া চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা বাংলাদেশি নাগরিকরা এই প্রযুক্তির মাধ্যমে প্রথমবারের মতো বড় পরিসরে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। নিবন্ধিত তালিকায় থাকা দেশগুলোর মধ্যে সৌদি আরব, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা এবং চীনসহ প্রায় ৪০টিরও বেশি দেশ রয়েছে। এমনকি মোজাম্বিক, লিবিয়া, মরিশাস ও উগান্ডার মতো দেশ থেকেও প্রবাসীরা নিবন্ধনে অংশ নিয়েছেন।
ইসি জানিয়েছে, যারা সফলভাবে অ্যাপে নিবন্ধন সম্পন্ন করেছেন, তাদের ঠিকানায় ডাকযোগে পোস্টাল ব্যালট পাঠিয়ে দেওয়া হবে। ভোটাররা ব্যালটে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে সেটি একটি ফিরতি খামে ভরে পুনরায় সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন। এই আধুনিক পদ্ধতিতে ভোটদান নিশ্চিত করতে ইসির কারিগরি টিম সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। আগামী কয়েক দিনে নিবন্ধনের সংখ্যা আরও কয়েক লাখ বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও দেশের গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রবাসীদের এই ব্যাপক অংশগ্রহণকে দেশে গণতান্ত্রিক ধারা শক্তিশালী করার বড় পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ভোটাররা যাতে নির্বিঘ্নে ব্যালট পায় এবং তা ফেরত পাঠাতে পারে, সে লক্ষে ডাক বিভাগের সঙ্গেও সমন্বয় করছে কমিশন। নিবন্ধন শেষ হওয়ার পর দ্রুততম সময়ের মধ্যে ব্যালট পাঠানোর কাজ শুরু হবে।
আমার বার্তা/জেএইচ
