বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে ডা. জুবাইদা
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ১২:৫৯ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে গেছেন ডা. জুবাইদা রহমান।
সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে এভারকেয়ার হাসপাতালে গেছেন ডা. জুবাইদা রহমান। তিনি এক ঘণ্টার মতো হাসপাতালে অবস্থান করে বেলা ১১টার দিকে সেখান থেকে বের হন।
চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত জটিল। শনিবার দিবাগত রাতে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানান।
এ জেড এম জাহিদ হোসেন পরে দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানান।
