দেশের বাইরে থেকে নির্বাচন বানচালের চেষ্টা করলে ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ১৬:১৭ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের বাইরে থেকে বানচাল করার চেষ্টা হলে কাউকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার (১৪ জানুয়ারি) চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবির ১০৪তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আগামী নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখরভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সর্বাত্মক প্রস্তুতি রয়েছে বিজিবির। সারা দেশে বাহিনীর প্রায় ৩৭ হাজার ৪৫৩ জন সদস্য মোতায়েন থাকবে।
মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন ঘিরে দূর থেকে যারা বক্তব্য দিচ্ছে তারা দেশে আসুক। তাদের বক্তব্যে কেউ শঙ্কিত হবে না। দেশের বাইরে থেকে নির্বাচন বানচাল করার চেষ্টা হলে কাউকে ছাড় দেয়া হবে না।
এদিকে মিয়ানমার ইস্যুতে তিনি বলেন, আরকান আর্মির ছোঁড়া গোলা প্রায়ই দেশে এসে পড়ছে। তবে আরকান আর্মি অবৈধ। তাই তাদের সঙ্গে কোনো যোগাযোগ করছে না বাংলাদেশ।
‘বৈধ রাষ্ট্র মিয়ানমার। রাখাইন দখল করে আছে আরাকান আর্মি। তাদের কারণেই সীমান্তে উত্তেজনা ঘটছে। কিন্তু আমাদের যোগাযোগ সরকারের সঙ্গে। কোনো কিছু হলেই সরকারকে জানাই’, যোগ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
বিজিবি জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা জোরদারে প্রস্তুত বিজিবির ১০৪তম রিক্রুট ব্যাচ। আধুনিক প্রশিক্ষণ শেষে দেশের বিভিন্ন সীমান্তে দায়িত্ব নিতে যাচ্ছেন তারা। যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় এই নতুন সদস্যরা এখন প্রস্তুত।
আমার বার্তা/এমই
