ইসি কী করছে জানতে চায় সুইডেন, বুধবার জানা যাবে চূড়ান্ত প্রার্থীর সংখ্যা

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ১৬:৪৪ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সার্বিক প্রস্তুতি ও পরিকল্পনা সম্পর্কে জানতে চেয়েছে সুইডেন। জবাবে কমিশনের পক্ষ থেকে নির্বাচনের প্রস্তুতি, আপিল শুনানি ও সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার রোধে নেওয়া পদক্ষেপগুলো বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) নির্বাচন ভবনে সুইডিশ রাষ্ট্রদূত ও ফার্স্ট সেক্রেটারির সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

সচিব জানান, ঢাকাস্থ সুইডিশ রাষ্ট্রদূত ও ফার্স্ট সেক্রেটারি মূলত নির্বাচনের সার্বিক পরিস্থিতি এবং ইসির প্রস্তুতি সম্পর্কে জানতে এসেছিলেন। আমরা কমিশন কর্তৃক গৃহীত প্রস্তুতিসহ সম্প্রতি শেষ হওয়া আপিল শুনানির পদ্ধতি সম্পর্কে তাদের জানিয়েছি। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় ‘মিস-ইনফরমেশন’ (ভুল তথ্য) এবং ‘ডিস-ইনফরমেশন’ (অপপ্রচার) ইসি কীভাবে হ্যান্ডেল করছে, সে বিষয়ে তারা গভীর আগ্রহ দেখিয়েছেন।

বৈঠকে সুইডেনের পক্ষ থেকে নির্বাচনে কোনো ধরনের সহযোগিতার প্রয়োজন আছে কি না, তা জানতে চাওয়া হয়। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনার বিষয়ে সচিব বলেন, নির্বাচনে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের যে সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে, তা তাদের সামনে তুলে ধরা হয়েছে।

আজ বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ছিল। এ প্রসঙ্গে সচিব বলেন, সারাদেশ থেকে তথ্যগুলো আসার পর সেগুলো কম্পাইল করতে আমাদের কিছুটা সময় লাগবে। ফলে কতজন প্রার্থী শেষ পর্যন্ত নির্বাচনী লড়াইয়ে থাকছেন, সেই সঠিক পরিসংখ্যানটি আগামীকাল (বুধবার) জানা যাবে।

নির্বাচন কমিশন আগামী ২৫ জানুয়ারি নির্বাচন সংক্রান্ত সার্বিক বিষয়ে একটি বড় ধরনের প্রেস ব্রিফিংয়ের আয়োজন করবে বলেও জানান সিনিয়র সচিব আখতার আহমেদ।


আমার বার্তা/এমই