খালেদা জিয়া আগের তুলনায় অনেকটাই সুস্থ: ডা. জাহিদ
প্রকাশ : ০৪ মার্চ ২০২৫, ১০:৫০ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল। চিকিৎসকরা নিয়মিতই বাসায় গিয়ে তাকে দেখে আসছেন। চিকিৎসকরা নিবিড়ভাবে ওনাকে পর্যবেক্ষণ করছেন।’ আগের তুলনায় এখন অনেকটাই সুস্থ বলেও জানান তিনি।
সোমবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে লন্ডনে ‘জিয়া পরিষদ, ইউকে’ আয়োজিত সভা ও ইফতার মাহফিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
লন্ডনে কিংস্টনে ছেলে তারেক রহমানের বাসায় রেখে চিকিৎসা চলছে সাবেক এই প্রধানমন্ত্রীর। এখানে পরিবারের সান্নিধ্যে এসে তিনি অনেকটাই সুস্থতা বোধ করছেন উল্লেখ করে ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘শারীরিক চিকিৎসার পাশাপাশি দীর্ঘ প্রায় সাত বছর পর বেগম জিয়া তার পরিবারের সদস্যদের পাশে পেয়ে মানসিকভাবে ভালো আছেন। মানসিক প্রশান্তিই উনার শারীরিক সুস্থতাকে বাড়িয়ে দিচ্ছে।’
তিনি আরও বলেন, ‘খালেদা জিয়া খুব সুস্থ হয়ে উঠেছেন, এ কথা আমি বলবো না। তবে অতীতের তুলনায় এখন অনেকটা সুস্থ আছেন।’ শিগগিরই চিকিৎসকের পরামর্শ মতো উনি দেশে ফিরে যাবেন বলেও মন্তব্য করেন ডা. এ জেড এম জাহিদ হোসেন।
আমার বার্তা/জেএইচ