বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত
প্রকাশ : ০৪ মার্চ ২০২৫, ১৪:৫৭ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

বিএনপির পেশাজীবী সংগঠন হিসেবে পরিচিত দুইটি সংগঠনের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সভাপতি ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিজু এবং মহাসচিব ইঞ্জিনিয়ার আলমগীর হাছিন আহমেদের নেতৃত্বাধীন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশ (এইবি) এর বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শিগগির অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশের কমিটি ঘোষণা করা হবে।
এছাড়াও আহ্বায়ক রাশিদুল হাসান হারুন এবং সদস্য সচিব ড. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বাধীন এগ্রিকালচারিষ্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এএবি) এর বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শিগগির এই সংগঠনের কমিটি ঘোষণা করা হবে।
আমার বার্তা/এমই