রাজধানীতে জামায়াতের সমাবেশ শুরু

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২৫ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

পাঁচ দফা দাবিতে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়।

বিক্ষোভ সমাবেশে যোগ দিয়েছেন দলটির নেতাকর্মী ও সমর্থকরা। আগত অধিকাংশ নেতাকর্মীর গায়ে পাঞ্জাবি থাকলেও কারো কারো সাদা গেঞ্জি ও শার্ট পরতে দেখা গেছে।

সমাবেশে উপস্থিত জামায়েতের নেতাকর্মীরা বলেন, একটা দলই শুধু পিআর চায় না। এ ছাড়া দেশের বাকি মানুষ পিআর পদ্ধতি চায়। পিআর পদ্ধতিতেই নির্বাচন দিতে হবে। না হলে মানা হবে না।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৫ দফা দাবিগুলো হলো: 

* জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন।

* আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু।

* নির্বাচনে অংশগ্রহণকারী সকল দলের জন্য সমান সুযোগ নিশ্চিতকরণ।

* বিগত ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং

* স্বৈরাচারী শক্তির দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধকরণ।
 
জানা গেছে, বক্তারা স্টেজ থেকেই বক্তব্য দেবেন। সেখানে থেকেই পরবর্তী কর্মসূচি দেয়া হবে।

আমার বার্তা/এল/এমই