আপিল শুনানিতে বৈধতা পেলেন বিএনপি নেতা আশরাফ উদ্দিন

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ১৩:৩৮ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

নির্বাচন কমিশনের আপিল শুনানিতে প্রার্থিতার বৈধতা পেলেন নরসিংদী-৫ আসনের বিএনপি প্রার্থী আশরাফ উদ্দিন। শনিবার (১৭ জানুয়ারি) নির্বাচন কমিশনের ৮ম শুনানিতে এসে তিনি এসব তথ্য নিশ্চিত করেন।

নরসিংদী-৫ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বলেন, আমার বিরুদ্ধে আপিল করা হয়েছিল যে, ‘আমার একটা তারিখ ভুল’ ছিল৷ আসলে এটা খুবই নগণ্য ভুল। এ বিষয়টি আমরা স্বীকার করে নিয়েছিলাম এবং দরখাস্ত করেছিলাম৷ সম্মানিত রিটার্নিং কর্মকর্তা এটা জেলা থেকে গ্রহণ করে আমার বৈধতা দিয়েছিলেন। এখানে আপিল শুনানিতে এসে নির্বাচন কমিশনার ও তার সদস্যরা আমার এটাকে আবার বৈধ ঘোষণা করেছে। এখন আমি আবার বৈধতা পেলাম৷ আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে আমি ধানের শীষ প্রতীকে নির্বাচন করছি।’

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কিছুটা সংশয় আছে। আমাদের এলাকার ৬ অঞ্চলে পঞ্চাশ ভাগ লোকজন এখনো বাড়িঘরে থাকতে পারছেন না। কারণ সেখানের আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব খারাপ৷ আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য সরকারের কাছে আহ্বান জানাই।