নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে তারেক রহমানের বৈঠক

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ১৭:৪৭ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

সোমবার (১৯ জানুয়ারি) বিকালে গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে আরও উপস্থিত ছিলেন— দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির চেয়ারম্যানের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য হুমায়ুন কবির, বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিল সদস্য ড. মাহাদী আমিন ও চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলী।

এছাড়া ঢাকায় মার্কিন দূতাবাসের কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। এ সময় দুই দেশের পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার ও আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ সার্বিক বিষয়ে আলোচনা হয় বলে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে।


আমার বার্তা/এমই