“সুপেয়, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পানি সরবরাহ ঢাকা ওয়াসার অঙ্গীকার” এই লক্ষকে সামনে রেখে ঢাকা ওয়াসার নিয়ন্ত্রনে বর্ধিত ঢাকা পানি সরবরাহ রেজিলিয়েন্স প্রকল্পের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকা উত্তর ও দক্ষিন সিটি কর্পোরেশনের ১৬টি ইউনিয়নের বঞ্চিত ৩৫ লাখ মানুষ সুপেয় পানি পানের সুবিধা পাবে।
প্রকল্পটির কার্যক্রম অনুসন্ধান করে জানা যায়, ঢাকা ওয়াসা গত ২০২৪ সালের ১ লা জানুয়ারী থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে বঞ্চিত ১৬টি ইউনিয়নের প্রায় ৪৫ লাখ মানুষের মধ্যে সুপেয় পানি সরবরাহের উদ্যোগ গ্রহণ করে।
এ উদ্যোগের অংশ হিসেবে বর্ধিত ঢাকা পানি সরবরাহ রেজিলিয়েন্স প্রকল্প” নামে একটি প্রকল্পের কার্যক্রম শুরু করে। ৫ বছর মেয়াদী ঐ প্রকল্পের কাজ শেষ হবে ২০২৯ সালের ৩১ শে ডিসেম্বর।
প্রকল্পটিতে ব্যয় হবে ৪ হাজার ৪০ কোটি টাকা। এর মধ্যে ব্রিকস নিয়ন্ত্রিত নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (NDB) সরবরাহ করবে ৩৪২৯ কোটি টাকা একই সাথে সরকার সরবরাহ করবে ৫৯১ কোটি টাকা এবং ঢাকা ওয়াসা নিজস্ব তহবিল থেকে ব্যয় করবে ২০ কোটি টাকা। প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকা ওয়াসার রাজস্ব আয় শতকরা ২০ ভাগ বেড়ে যাবে। সুপেয় নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পানির সুবিধা পাবে ঢাকা বঞ্চিত ৪৫ লাখ মানুষ। ইতোমধ্যে এ প্রকল্পর বাস্তবায়নে কনসালটেন্ট হিসেবে ডাব্লিউ এম (ইন্সটিটিউট অব ওয়াটার মডেলিং) কে নিয়োগ দেওয়া হয়েছে। ডাব্লিউ এম দেশের একমাত্র সরকারি পানি গবেষণা প্রতিষ্ঠান।
ঢাকা ওয়াসায় দীর্ঘদিন সুপেয় পানি সরবরাহ নিয়ে কাজ করছেন উপ ব্যবস্থাপনা পরিচালক (পরিচালন ও রক্ষনাবেক্ষ) প্রকৌশলী এ কে এম সহিদ উদ্দিন। তিনি প্রকল্পের কার্যক্রম সম্পর্কে বলেন- ঢাকা ওয়াসা সব সময়ই সুপেয় ও নিরাপদ পানি সরবরাহ করতে সার্বক্ষনিক গবেষনা কার্যক্রম অব্যাহত রাখে। পানি সরবরাহে প্রতিটি স্তরে কঠোর নজরদারি নিশ্চিত করতে কাজ করছে। ঢাকায় ৪৫ লাখ মানুষের মধ্যে যে প্রকল্পটি শুরু হচ্ছে- সেই পানিকে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত ভাবে সরবরাহ করতে আমরা সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবো। ইনশাল্লাহ।
বর্ধিত ঢাকার পানি সরবরাহ রেজিলিয়েন্স প্রকল্পের প্রকল্প পরিচালক তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আজিজুল হক এই প্রতিনিধকে বলেন “প্রকল্পের কাজ দ্রুত শুরু করতে তিনি সম্ভব সব রকম প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। প্রকল্প এলাকা পরিদর্শন আই ডাব্লিউ এম এর সাথে সার্বক্ষনিক যোগাযোগ ও প্রয়োজনীয় কার্যক্রম করছেন। এর ফলে তিনি নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে পারবেন বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন।
প্রকল্পটি সম্পর্কে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. শাহজাহান বলেন “ঢাকা ওয়াসা বৃহত্তর ঢাকা মহানগরী মানুষের মধ্যে স্বাস্থ্যসম্মত নিরাপদ পানি সরবরাহ সার্বক্ষনিক কাজ করছে। বর্ধিত ঢাকা পানি সরবরাহ রেজিলিয়েন্স প্রকল্পের কাজ আমাদের অব্যাহত উন্নয়ন কাজের একটি অংশ”।
আমার বার্তা/এমই