রাজশাহী বিকেএসপিতে বক্সিং প্রতিযোগিতার উদ্বোধন

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:২৮ | অনলাইন সংস্করণ

  এম এস রহমান:

সারাদেশে চলমান তারুণ্যের উৎসবের ধারাবহিকতায় ‘তারুণ্যের উৎসবে বিকেএসপি’এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ থেকে শুরু হয়েছে ৫ম বিকেএসপি কাপ বক্সিং প্রতিযোগিতা।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দু’দিন ব্যাপি আয়োজিত এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও  বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলাম।  

মহাপরিচালক দেশে চলমান তারুণ্যের উৎসবের সাথে সকলকে একাত্য হবার আহবান জানান এবং প্রতিযোগিতার সাফল্য কামনা করেন। তিনি যুব সমাজকে খেলাধুলায় উজ্জীবিত করে সুন্দর সমাজ গড়ারও কথা বলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) কর্ণেল মো. গোলাম মাবুদ হাসান, বিকেএসপি আঞ্চলিক শাখার ভারপ্রাপ্ত উপ-পরিচালক জান্নাত রেহানা ফেরদৌসী ও বক্সিং বিভাগের সকল কোচবৃন্দ।

৩ দিনের এ প্রতিযোগিতায়  জেলা ক্রীড়া সংস্থা, ক্লাব, বিশ্ববিদ্যালয় দলের মোট ২২ টি দলের মোট ৯০ জন বক্সার অংশগ্রহণ করছে।
 বিকেএসপি কাপ বক্সিং, বিকেএসপি ছাড়াও অন্যান্য খেলোয়াড়দের মাঝে প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আয়োজক কমিটি মনে করেন ।

বিকেএসপির ৭ম আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র রাজশাহীতে প্রথম কোন প্রতিযোগিতাকে কেন্দ্র করে তারুণ্যদ্বীপ্ত বক্সারদের অংশগ্রহণে উৎসবমূখর এ কেন্দ্রটি। আগামীকাল প্রতিযোগিতার সমাপ্তি হবার কথা রয়েছে।


আমার বার্তা/এমই