যে কারণে মোস্তাফিজকে ৬ কোটি রুপি দিতে বাধ্য হয়েছে দিল্লি

প্রকাশ : ১৫ মে ২০২৫, ১১:৩৮ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

চলমান আইপিএলের মাঝ পথে টাইগার পেসার মোস্তাফিজকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। এই জন্য ফ্র্যাঞ্চাইজিটিতে খরচ করতে হয়েছে ৬ কোটি রুপি। এতেই মোস্তাফিজ পিছনে ফেলেছেন টাইগার ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসানকে।

২০২১ সালে ৩ কোটি ২০ লাখ রুপিতে সাকিবকে দলে নিয়েছিল কলকাতা। কিন্তু এবার সাকিবকে ছাড়িয়ে গেছেন ফিজ। তাই অনেকের মনে প্রশ্ন জেগেছে ২ কোটি রুপি ভিত্তি মূল্যে নিলামে ওঠার মোস্তাফিজকে দলে নিতে কেনো দিল্লি ৬ কোটি রুপি খরচ করল।

আইপিএলের নিয়ম বলছে, কোন খেলোয়াড় যদি চোট বা ব্যক্তিগত কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে যায়, তাহলে সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজি তার পরিবর্তে অন্য একজন খেলোয়াড়কে রিপ্লেসমেন্ট হিসেবে নিতে পারে। সেই ক্ষেত্রে নির্দিষ্ট কিছু নিয়ম মানা হয়।

রিপ্লেসমেন্ট খেলোয়াড়ের পারিশ্রমিক অবশ্য মূল খেলোয়াড়ের পারিশ্রমিকের সমান বা কম হতে হবে। এক্ষেত্রে একজন খেলোয়াড়ের ভিত্তিমূল্য বেশি কিংবা হলেও সমস্যা নেই। যতক্ষণ না ফ্র্যাঞ্চাইজি চুক্তি অনুযায়ী মূল খেলোয়াড়ের সমান বা কম দামে চুক্তিবদ্ধ করছে, ততক্ষণ পর্যন্ত রিপ্লেসমেন্ট খেলোয়াড় নেওয়া যাবে।

মোস্তাফিজকে দলের নেওয়ার বিবৃতিতে দিল্লি জানিয়েছিল, জেক ফ্রেজার-ম্যাকগ্রাকের বদলে তাকে দলে নেওয়া হয়েছে। দিল্লিতে এই তরুণ ব্যাটারের পারিশ্রমিক ছিল ৯ কোটি রুপি। যার অর্থ, ফ্র্যাঞ্চাইজি চাইলে মোস্তাফিজের পারিশ্রমিকও ৯ কোটি রুপি হতে পারতো।

উল্লেখ্য, ২০২২ ও ২০২৩ মৌসুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন মোস্তাফিজ। ২০২২ সালে তিনি ৮টি ম্যাচে ৮টি উইকেট নেন, তার ইকোনমি রেট ছিল ৭.৬২। ২০২৩ সালে তিনি দিল্লির হয়ে ২টি ম্যাচ খেলেন।


আমার বার্তা/জেএইচ