টেস্ট চ্যাম্পিয়নশিপের রেকর্ড প্রাইজমানি ঘোষণা, বাংলাদেশ পাচ্ছে কত?
প্রকাশ : ১৫ মে ২০২৫, ১৭:১১ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

আগামী ১১ জুন লর্ডসে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। ফাইনালের প্রায় এক মাস আগেই ২০২৩–২৫ সালের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য বড় অঙ্কের প্রাইজমানি ঘোষণা করল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রে মোট অর্থ পুরস্কার ধরা হয়েছে ৫.৭৬ মিলিয়ন মার্কিন ডলার, যা আগের দুই আসরের তুলনায় দ্বিগুণেরও বেশি। চ্যাম্পিয়ন, রানার্স-আপ থেকে শুরু করে প্রতিযোগিতায় অংশ নেওয়া ৯ দলের জন্যই থাকছে প্রাইজমানি।
বৃহস্পতিবার (১৫ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দল পাবে ৩.৬ মিলিয়ন মার্কিন ডলার তথা বাংলাদেশি মুদ্রায় ৪৩ কোটি ৬৫ লাখ ৫৬ হাজার টাকা। যেখানে আগের দুই আসরে (২০২১ ও ২০২৩) বিজয়ীরা পেয়েছিল মাত্র ১.৬ মিলিয়ন ডলার তথা প্রায় ১৭ কোটি ১৫ লাখ টাকা। সেই সঙ্গে ট্রফি তো থাকছেই।
এ ছাড়া রানার্স-আপ দলের জন্য এবার প্রাইজমানি ধরা হয়েছে ২.১৬ মিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ২৬ কোটি ২৭ লাখ ২৫ হাজার টাকার বেশি। যা আগের ৮০০,০০০ ডলারের তুলনায় অনেক বেশি।
টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসরে তৃতীয় স্থানে থেকে শেষ করা ভারত পাচ্ছে ১৪ লাখ ৪০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ১৭ কোটি ৫১ লাখ টাকার বেশি। চতুর্থ হওয়া নিউজিল্যান্ডের জন্য থাকছে ১২ লাখ ডলার। পঞ্চম স্থানে থাকা ইংল্যান্ড পাবে ৯ লাখ ৬০ হাজার ডলার। ষষ্ট স্থানে থেকে শেষ করা শ্রীলঙ্কা পাচ্ছে ৮ লাখ ৪০ হাজার ডলার।
এদিকে, সপ্তম স্থানে থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের চক্র শেষ করা বাংলাদেশ পাচ্ছে ৭ লাখ ২০ হাজার মার্কিন ডলার তথা ৮ কোটি ৭৫ লাখ ৭৫ হাজার টাকা। এ ছাড়া অষ্টম ও নবম স্থানে থেকে আসর শেষ করা ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান পাবে যথাক্রমে ৬ লাখ এবং ৪ লাখ ৮০ হাজার মার্কিন ডলার।
আমার বার্তা/এমই