টাইগারদের হিটিং শক্তি বাড়াতে আসছেন জুলিয়ান উড
প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ১৩:৩০ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

সম্প্রতি একের পর এক সিরিজে ব্যাটিং ব্যর্থতায় ভুগছে বাংলাদেশ দল। বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটে ব্যাটারদের রানখরা যেন নিয়মিত দৃশ্য। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান সিরিজেও সেই চিত্র স্পষ্ট। এই ধারাবাহিক ব্যর্থতা কাটিয়ে উঠতে এবার বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ব্যাটারদের পাওয়ার হিটিং দক্ষতা বাড়াতে তারা আইপিএলে কাজ করা বিশেষজ্ঞ কোচ জুলিয়ান উডকে নিয়োগ দেওয়ার পরিকল্পনা করছে।
ইংল্যান্ডের সাবেক এই ক্রিকেটার আইপিএলসহ বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে পাওয়ার হিটিং কোচ হিসেবে পরিচিতি পেয়েছেন। বিশেষ করে পাঞ্জাব কিংসের সঙ্গে তার কাজ বেশ প্রশংসিত হয়েছে। বাংলাদেশের ক্রিকেটারদেরও সেই মডেল অনুযায়ী প্রস্তুত করতে চায় বিসিবি।
বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা তার সঙ্গে কথা বলছি। এখনো চূড়ান্ত হয়নি, তবে আমরা আশাবাদী। আগস্টে ক্যাম্পে তাকে পাওয়ার পরিকল্পনাই রয়েছে।’
আগামী ২০ জুলাই ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর অগাস্টে কোনো আন্তর্জাতিক সিরিজ না থাকায় খেলোয়াড়দের নিয়ে একটি স্কিল ক্যাম্প আয়োজনের চিন্তাভাবনা করছে বিসিবি। সেই ক্যাম্পেই মূলত জুলিয়ান উডকে কাজে লাগাতে চায় তারা।
টি-টোয়েন্টি ক্রিকেটে পাওয়ার হিটিং ধারণাটি প্রথম সামনে এনেছিলেন উডই। ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী দলের ব্যাটিং বিপ্লবেও তার অবদান রয়েছে। তিনি বিগ ব্যাশ, পিএসএল, আইপিএলের মতো লিগে কাজ করার পাশাপাশি বিপিএলেও কোচিং করিয়েছেন—সিলেট সানরাইজার্সে ব্যাটিং কোচ এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের প্রধান কোচ হিসেবে।
এখন দেখা যাক, বাংলাদেশের ব্যাটিংয়ে কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে এই কোচ কতটা কার্যকর হতে পারেন।