আইএল টি-টোয়েন্টি সফর শেষে দেশের পথে তাসকিন-মোস্তাফিজ

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ১২:৩৯ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত আইএল টি-টোয়েন্টি লিগে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন মোস্তাফিজুর রহমান। দুবাই ক্যাপিটালসের হয়ে ৮ ম্যাচে সংগ্রহ করেছেন ১৫ উইকেট। পাশাপাশি সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় দ্বিতীয় স্থানে থেকেই আইএলের এবারের যাত্রা শেষ করছেন তিনি। আইএল টি-টোয়েন্টিতে খেলা আরেক বাংলাদেশি তাসকিন আহমেদও ৯ উইকেট শিকার করেছেন। এই দুই পেসারই বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বাংলাদেশের উদ্দেশে রওনা দিয়েছেন।

বুধবার (২৪ ডিসেম্বর) রাতে শারজাহ ওয়ারিয়র্সের বিপক্ষে আইএলের হয়ে মোস্তাফিজের শেষ ম্যাচ ছিল। আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বিপিএলের দ্বাদশ আসর। সেই আসরে রংপুর রাইডার্সের হয়ে মাঠ মাতাবেন এই তারকা। রংপুরের ম্যাচ শুরু হবে ২৯ ডিসেম্বর।

পুরো টুর্নামেন্ট জুড়েই মুস্তাফিজ দুর্দান্ত বল করে গেছেন। ৮ ম্যাচে মোট উইকেট সংগ্রহ করেছেন ১৫ টি। ম্যান অব দ্য ম্যাচও হয়েছেন একদিন। সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় তিনি পৌঁছে গেছেন দুই নাম্বারে। সব মিলে মুস্তাফিজের এবারের আইএল টি-টোয়েন্টির যাত্রা স্মরণীয় হয়েই থাকবে। দুবাইকেও মুস্তাফিজের না থাকার অভাব ভুগাবে।

এদিকে তাসকিনও বিপিএল খেলার জন্যই বাংলাদেশে আসছেন। ঢাকা ক্যাপিটালসের হয়ে মাঠ মাতাবেন তাসকিন। আইএল টি-টোয়েন্টিতে শারজাহর হয়ে তাসকিন সংগ্রহ করেছেন ৬ ম্যাচে ৯ উইকেট। তাসকিনের দল ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে রয়েছেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার।

তাসকিন বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) এক স্ট্যাটাসে দেশে ফেরার কথা জানান। সেই স্ট্যাটাসের মোস্তাফিজের সঙ্গে একটি ছবিও জুড়ে দিয়েছেন তাসকিন। 


আমার বার্তা/জেএইচ