দুই শিরোপার লড়াই, ২০২৬—এ আর্জেন্টিনার ম্যাচসূচি দেখে নিন একনজরে

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ১৩:২৯ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

নতুন বছরে ব্যস্ত সূচির অপেক্ষায় আর্জেন্টিনা ফুটবল দল। বছরের শুরুতেই শিরোপার লড়াই, এরপর বিশ্বকাপ—সব মিলিয়ে লিওনেল স্ক্যালোনির শিষ্যদের সামনে অপেক্ষা করছে বড় চ্যালেঞ্জ। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপে নিজেদের শিরোপা ধরে রাখার মিশনে নামার আগে আরও একটি ট্রফি জয়ের হাতছানি লিওনেল মেসির দলের সামনে।

ফিনালিসিমায় স্পেনের মুখোমুখি আর্জেন্টিনা
২০২৬ সালে আর্জেন্টিনার প্রথম অফিসিয়াল ম্যাচ হবে বহুল আলোচিত ফিনালিসিমা। কোপা আমেরিকা ২০২৪–এর চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরো  চ্যাম্পিয়ন স্পেন মুখোমুখি হবে এই ম্যাচে। আগামী ২৭ মার্চ কাতারের লুসাইল স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে ফাইনালটি।

ফিফা আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনা আর কোনো প্রীতি ম্যাচ খেলবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ইউরোপীয় চ্যাম্পিয়নদের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচের কারণে অতিরিক্ত কোনো ম্যাচ না হওয়ার সম্ভাবনাই বেশি।

বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতির মঞ্চ

বিশ্বকাপ শুরুর আগে জুনের প্রথম সপ্তাহে থাকবে আরেকটি ফিফা আন্তর্জাতিক উইন্ডো। সাধারণত এই সময় দলগুলো নিজ নিজ সমর্থকদের সামনে শেষবারের মতো মাঠে নামে। তবে এই উইন্ডোতে আর্জেন্টিনার প্রতিপক্ষ, ম্যাচের ভেন্যু কিংবা ম্যাচগুলো দেশের মাটিতে হবে কি না—সবই এখনো অনিশ্চিত।

বিশ্বকাপে আর্জেন্টিনার গ্রুপ ও ম্যাচ সূচি
জুনের মাঝামাঝিতে শুরু হবে বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ আসর—২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপ। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা খেলবে গ্রুপ ‘জে’-তে। গ্রুপ চ্যাম্পিয়ন হলে আর্জেন্টিনা খেলবে রাউন্ড অব ৩২-এ, মায়ামিতে। প্রতিপক্ষ হবে গ্রুপ ‘এইচ’-এর রানার্সআপ, যেখানে রয়েছে স্পেন, উরুগুয়ে, সৌদি আরব ও কেপ ভার্দে।

গ্রুপে দ্বিতীয় হলে খেলতে হবে গ্রুপ ‘এইচ’-এর চ্যাম্পিয়নের বিপক্ষে। আর সেরা তৃতীয় দল হিসেবে উঠলে পরবর্তী প্রতিপক্ষ নির্ধারিত হবে পয়েন্ট, গোল ব্যবধানসহ ফিফার বিভিন্ন মানদণ্ডে।

বিশ্বকাপ পর্ব শেষে চলতি বছরের সেপ্টেম্বরের শেষ দিকে আবার মাঠে ফিরবে আর্জেন্টিনা। তখন ফিফা আন্তর্জাতিক উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলার সম্ভাবনাই বেশি। এ ছাড়া ৯ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত বছরের শেষ ফিফা উইন্ডোতেও আরও দুটি প্রীতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা। তবে এসব ম্যাচের তারিখ, প্রতিপক্ষ ও ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি।

২০২৬ সালে আর্জেন্টিনার নিশ্চিত ম্যাচ সূচি

আর্জেন্টিনা বনাম স্পেন (ফিনালিসিমা)

২৭ মার্চ | লুসাইল স্টেডিয়াম

(বিশ্বকাপ গ্রুপ পর্ব)

আর্জেন্টিনা বনাম আলজেরিয়া 
১৬ জুন |কানসাস সিটি

আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া
২২ জুন | ডালাস

আর্জেন্টিনা বনাম জর্ডান 
২৭ জুন | ডালাস