ঢাকায় ফিরছে বিপিএল
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ১২:৫৫ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

সিলেট পর্ব শেষ হয়েছে গতকাল (সোমবার) রাতেই। অবশেষে ঢাকায় ফিরছে বিপিএল। শুরুতে তিন ভেন্যুতে বিপিএল হওয়ার কথা থাকলেও চট্টগ্রাম পর্ব শেষ মুহূর্তে বাদ দেওয়া হয়। উদ্বোধনী ম্যাচ থেকে শুরু করে ২৪ টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে সিলেটে।
এরই মধ্যে প্লে-অফের লাইন-আপও মোটামুটি চূড়ান্ত হয়ে গেছে। গতকাল রাতে সিলেট পর্বের শেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে রাজশাহী ওয়ারিয়র্সের জয়ের পরই তিনটি দলের প্লে-অফ নিশ্চিত হয়ে যায়। এবার ঢাকা পর্বে লিগ পর্বের বাকি ম্যাচগুলোতে মূলত লড়াই হবে আর একটি জায়গার জন্য।
বিপিএল ঢাকায় পা রাখার আগেই প্লে-অফ নিশ্চিত হয়েছে রাজশাহী, চট্টগ্রাম রয়্যালস ও সিলেট টাইটান্সের। পয়েন্ট টেবিলে এই তিনটি দল রয়েছে শীর্ষ তিনে। এর মধ্যে রাজশাহী ৮ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে। ৭ ম্যাচে ৫ জয়ে চট্টগ্রামের পয়েন্ট ১০, তারা আছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে।
বিপিএলের লিগ পর্বে আর বেশি ম্যাচ বাকি নেই। ১৫, ১৬ ও ১৭ জানুয়ারি মোট ৬টি ম্যাচ বাকি আছে রাউন্ড রবিন লিগের। ১৯ জানুয়ারি শুরু হবে প্লে-অফ, ফাইনাল হবে ২৩ জানুয়ারি।
আমার বার্তা/এল/এমই
