কেকেআরের বিরুদ্ধে আইনি লড়াইয়ে যাওয়ার প্রস্তাব, যে সিদ্ধান্ত নিলেন মোস্তাফিজ
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ১৫:৪৫ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

আইপিএল ২০২৬ থেকে হঠাৎ বাদ পড়া নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন মোস্তাফিজুর রহমান। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ পেয়েও তিনি তা নেননি। বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন।
সম্প্রতি ‘নন-স্পোর্টিং’ কারণে মোস্তাফিজকে কেকেআরের স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়। তার সঙ্গে থাকা ৯ কোটি ২০ লাখ রুপির চুক্তিও বাতিল হয়।
এই ঘটনায় আইনি বা প্রশাসনিক লড়াইয়ের সুযোগ ছিল। তবে মোস্তাফিজ নিজেই বিষয়টি এগিয়ে নিতে চাননি।
মোহাম্মদ মিঠুন জানান, বিশ্ব ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন পুরো বিষয়টি নজরে রেখেছিল। তারা মনে করেছিল, কেকেআরের সিদ্ধান্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার যথেষ্ট কারণ আছে। কারণ এই মুক্তি ক্রিকেটীয় পারফরম্যান্স বা চোটের কারণে ছিল না।
বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে মিঠুন বলেন, ‘ডব্লিউসিএ চুক্তি বাতিলের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিবাদ বা আইনি তদন্তে সহায়তা দিতে প্রস্তুত ছিল।’
তবে শেষ পর্যন্ত মোস্তাফিজ নিজেই আইনি পথে যেতে রাজি হননি। তার এই ব্যক্তিগত সিদ্ধান্তের কারণেই সিডব্লিউএবি আনুষ্ঠানিকভাবে প্রতিবাদের চিন্তা বাদ দেয়।
এই বিতর্ক শুরু হয় চলতি মাসের শুরুতে। বিসিসিআই কেকেআরকে মোস্তাফিজকে ছাড়তে নির্দেশ দেয়। কারণ হিসেবে বলা হয় ‘সাম্প্রতিক পরিস্থিতি’ এবং ভারত-বাংলাদেশের মধ্যে রাজনৈতিক টানাপোড়েন।
এরপর এর প্রভাব পড়ে দুই দেশের ক্রিকেটেও। বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধ করা হয়। একই সঙ্গে বিসিবি আইসিসির কাছে ভারতের বদলে শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ আয়োজনের অনুরোধ জানায়।
আমার বার্তা/এল/এমই
