কুয়াশা কাটবে কখন, জানাল আবহাওয়া অফিস
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ১২:২৪ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

টানা চার দিন পর গত বুধবার রাজধানীতে রোদের মুখ দেখা যায়। দেশের অন্যত্রও কুয়াশা কমে যেতে শুরু করে। গতকাল শীতের স্বাভাবিক কুয়াশা থাকলেও রোদ ছিল প্রায় সকাল থেকেই। কিন্তু আজ (শুক্রবার) সকাল থেকেই আবার কুয়াশায় ঢেকে গেছে রাজধানীর চারদিক।
শুক্রবার (২ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য অনুসারে রাজধানীসহ দেশের দুই-তৃতীয়াংশ এলাকা কুয়াশায় ঢেকে গেছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকালের চেয়ে আজ শৈত্যপ্রবাহের বিস্তৃতি কমেছে। আজ দেশের সাত জেলায় বইছে শৈত্যপ্রবাহ। গতকাল ১৬ জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যায়।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা বলেন, আজ রাজধানীসহ অন্তত দুই তৃতীয়াংশ এলাকায় কুয়াশা ছড়িয়ে আছে। রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের কিছু অংশ ছাড়া দেশের অন্যত্র কুয়াশা আছে।
এত কুয়াশা হওয়ার কারণ নিয়ে আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, শীতের দিনে কুয়াশা থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু এত বেশি হওয়ার একটা কারণ হতে পারে এখন পশ্চিমা লঘুচাপের অনুপস্থিতি। সাধারণত প্রতি মাসে দুই বার এ লঘুচাপ আসে। কিন্তু গত ডিসেম্বর মাস থেকে এর দেখা নেই। লঘুচাপ থাকলে বৃষ্টি হয়, তাতে কুয়াশা কমে। আবার সেই সঙ্গে বাতাসের গতিবেগ বাড়ে। তাতে কুয়াশা ছড়িয়ে পড়তে পারে।
গতকাল সকালের মতো আজ সকাল থেকেই ঢাকার বাতাস অস্বাস্থ্যকর। আজ সকালের দিকে বায়ুর মান ছিল ১৫৫। গতকাল সকালের দিকে ১৭৭ থাকলেও রাতের দিকে এ মান হয়েছিল ২৭৭। অর্থাৎ সন্ধ্যার পর থেকে রাতভর বেড়েছে দূষণের পরিমাণ। এই দূষণের প্রধান উপাদান বাতাসের অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫।
আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, ইতিমধ্যে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের বিভিন্ন স্থানে কুয়াশা কমে এসেছে। ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অংশে আবার কুয়াশা আছে। বেলা বেড়ে যাওয়ার সঙ্গে কুয়াশা কমে আসতে পারে।
আমার বার্তা/জেএইচ
