ই-পেপার বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২

মেধাবী ও ভদ্র প্রকৃতির মেয়ে ছিলেন কুবি শিক্ষার্থী সুমাইয়া

কুবি প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৪৯

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী সুমাইয়া আফরিন। কুমিল্লার নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়ে মাধ্যমিক ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে জিপিএ-৫ পেয়ে উচ্চ মাধ্যমিক পাশ করেন তিনি।

এরপর বিশ্ববিদ্যালয় ভর্তিযুদ্ধেও তিনি রেখেছেন সফলতার স্বাক্ষর। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চান্স পান তিনি। পরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হন। মানিয়ে নিতে না পেরে নোবিপ্রবি ছেড়ে চলে আসেন তিনি।

দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দিয়ে তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগে ভর্তি হন। নগরীর কালিয়াজুরির একটি ভাড়া বাসায় থাকতেন তিনি। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সুনীতি-শান্তি হলেও তার আবাসিকতা ছিল।

ব্যক্তিগত জীবনে সুমাইয়া অনেক শান্ত ও ভদ্র প্রকৃতির মেয়ে ছিল। প্রতিবেশীরা জানান, এই যুগে এমন নম্র ভদ্র মেয়ে পাওয়া দুষ্কর।

সুমাইয়ার পরিবার যে বাসায় ভাড়া থাকতেন ওই বিল্ডিংয়ের নিচতলায় হাতেখড়ি আনন্দ পাঠশালা নামে একটি কিন্ডারগার্টেন স্কুল ছিল। ওই স্কুলের প্রধান শিক্ষিকা কামরুন নাহার পলিন বলেন, ওরা আমাদের স্কুল ভবনের দোতলায় ভাড়া থাকতো। অনেক ভালো মেয়ে ছিল সুমাইয়া। নিচের দিকে তাকিয়ে যে হেঁটে যেত কোনোদিন স্কুলের দিকে তাকায়নি। আমাদেরকে দেখলেই সালাম দিত।

প্রতিবেশী আনিসুল ইসলাম রানা বলেন, ওরা অনেক ভালো মানুষ। ওদের কারো সাথে কোন শত্রুতা ছিলো না। ওরা অনেক চুপচাপ স্বভাবের। ছেলেগুলোও নম্র ভদ্র।

বাসার সামনের হেলাল স্টোরের মালিক বলেন, ওদের বাবা বেঁচে থাকার সময় কোনোদিন ওরা আমার দোকানে আসেনি। বাবা মারা যাওয়ার পর মা- মেয়ে আসতো। মেয়েটা অনেক ভদ্র ছিল। কোনদিন বোরকা আর হিজাব ছাড়া আমার দোকানে আসেনি। মারা যাওয়ার কিছুদিন আগেও আমার দোকান থেকে আইসক্রিম নিয়ে গিয়েছিলো।

সুমাইয়াদের বাসার পিছনে একটি গরুর খামার রয়েছে। সেখানকার একজন পরিচর্যাকারী বলেন, এই বাসার ওরা অনেক ভালো মানুষ। কোনদিন তাদেরকে উচ্চস্বরে কথা বলতে শুনিনি।

সুমাইয়াকে প্রায় তিন বছর বাসায় গিয়ে পড়িয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং ১৪ তম আবর্তনের শিক্ষার্থী অভিজিৎ রায়। তিনি বলেন, সুমাইয়া অনেক ভালো মেয়ে ছিলো। ওর মৃত্যু আমি কোনভাবেই মেনে নিতে পারছি না। সে দুনিয়ায় নেই এটা চিন্তা করলেই আমি মানসিকভাবে ভেঙে পড়ি।

এর আগে গত ৮ সেপ্টেম্বর কুমিল্লার কালিয়াজুরি এলাকায় ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থী ও তার মায়ের মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই দিন সন্ধ্যায় মোবারক হোসেন নামের একজন কবিরাজকে গ্রেফতার করে পুলিশ। ধর্ষণের সময় দেখে ফেলায় সুমাইয়ার মাকে এবং ধর্ষণের পর সুমাইয়াকে হত্যা করেছেন বলে ১৬৪ ধারায় জবানবন্দি দেন মোবারক। গতকাল এই হত্যাকাণ্ডের বিচার ও ধর্ষকের ফাঁসি নিশ্চিতের দাবিতে নগরীর পূবালী চত্ত্বরে বিক্ষোভ মিছিল করে কুবি শিক্ষার্থীরা। এরপর তারা বিক্ষোভ মিছিল নিয়ে আদালত প্রাঙ্গনে যায়। সেখানে প্রায় দুই ঘন্টা অবস্থান নেওয়ার পর জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি দেয় তারা।

আমার বার্তা/জেএইচ

চাকসু নির্বাচনে শিবিরের প্যানেল ঘোষণা, ভিপি রনি জিএস সাঈদ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেল ঘোষণা করা

উৎসবমুখর পরিবেশে চলছে রাকসু নির্বাচনের প্রচারণা

দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও হল সংসদ নির্বাচনকে ঘিরে

চাকসু নির্বাচনে ছাত্রদল প্যানেল ঘোষণা করল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদল প্যানেল ঘোষণা করেছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে

রাকসু নির্বাচনে আলোচনার শীর্ষে ৬ ভিপিপ্রার্থী

দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট প্রতিনিধি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল

আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে

বিদ্যমান রাষ্ট্রকাঠামোতে নির্বাচন হলে আরেকটি ফ্যাসিজমের জন্ম হবে

২০২৬ সালের অমর একুশে বইমেলা শুরু চলতি বছরের ১৭ ডিসেম্বর

মেহেরপুর নতুন দরবেশপুর স্কুল মাঠে পানি জমে শিক্ষক-শিক্ষার্থীদের ভোগান্তি

শুক্রবার শুরু হচ্ছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ-বিএসএস পরীক্ষা

আঞ্চলিক বাণিজ্য ও অর্থনীতিকে শক্তিশালী করার প্রত্যয়

জামায়াতের যে ভুলে আওয়ামী লীগ ফিরে আসবে, জানালেন মান্না

স্বাধীনতার পর চোর-বাটপাড়দের রাজত্ব শুরু হলো: মেজর হাফিজ

বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের সূচি ঘোষণা, মাইলফলকের সামনে মুশফিক

বিএসএফের গুলিতে নিহত ফেলানীর ভাই যোগ দিলেন বিজিবিতে

শুধু অতীত নয়, বর্তমানের দুর্নীতিও থামাতে হবে: জ্বালানি উপদেষ্টা

দুর্নীতি দমনেই গণতান্ত্রিক প্রক্রিয়া পুনর্গঠন সম্ভব: বদিউল আলম

ভূ-রাজনীতি পাল্টে দেবে পাকিস্তান-সৌদি আরব প্রতিরক্ষা চুক্তি?

৭৭টি অতি গুরুত্বপূর্ণ সংস্কারের মধ্যে বাস্তবায়িত হয়েছে ২৪টি

খুবি ছাত্রীর মরদেহ গাইবান্ধায় যাচ্ছে এয়ার অ্যাম্বুলেন্সে

বাগেরহাটে চার আসন বহালের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা

রাজধানীতে জামায়াতের সমাবেশ শুরু

সারা বিশ্বব্যাপী উদযাপিত হচ্ছে বিশ্ব বাঁশ দিবস

দেশের সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে কৃষিখাতকে আরও শক্তিশালী করতে হবে: গভর্নর