
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) গাজীপুর ক্যাম্পাসের পুরাতন ঝুঁকিপূর্ণ ভবন থেকে শিক্ষার্থীদের অতিদ্রুত সরে যাওয়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সম্প্রতি কারিগরি পরিদর্শনে পঞ্চম তলা লাল বিল্ডিংয়ের উভয় পাশ এবং আবাসিক ভবন ‘মল্লিকা’ ব্যবহার অনুপযোগী ও অধিকতর ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে।
সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মো. আনিছুর রহমানের সই করা এক অফিস আদেশে তৃতীয়বারের মতো সংশ্লিষ্ট ঝুঁকিপূর্ণ ভবনে অবস্থানরত শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে কঠোরভাবে ভবন ত্যাগের নির্দেশ দেওয়া হয়।
অফিস আদেশে উল্লেখ করা হয়, আগেও একাধিক নির্দেশনার আলোকে নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট ভবনগুলোতে অবস্থানরত শিক্ষার্থীসহ সবাইকে ভবন ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছিল। তারপরও কিছু শিক্ষার্থী ঝুঁকিপূর্ণ ভবনগুলোতে অবস্থান করছেন, যা অত্যন্ত উদ্বেগজনক।
এমন অবস্থায় শিক্ষার্থীদের জীবন ও সার্বিক নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ভবনগুলো, পঞ্চম তলা লাল বিল্ডিংয়ের উভয় পাশ এবং আবাসিক ভবন মল্লিকা থেকে দ্রুত সরে যাওয়ার জন্য পুনরায় কঠোর নির্দেশনা দিয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সতর্ক করে আরও জানিয়েছে, গতকাল শুক্রবার (১৯ ডিসেম্বর) থেকে বিশ্ববিদ্যালয়ে শীতকালীন ছুটি শুরু হচ্ছে। এ অবস্থায় এই নির্দেশ অমান্য করে কোনো শিক্ষার্থী যদি এসব ঝুঁকিপূর্ণ ভবনগুলোতে অবস্থান করে এবং কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে, তবে এর দায়-দায়িত্ব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহন করবে না।
আমার বার্তা/জেএইচ

