রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে মোঃ ফরিদুল ইসলাম (৩০)নামের এক রড মিস্ত্রির ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
ফরিদুল নীলফামারীর ডোমার উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের মো. আজিজুর রহমানের ছেলে।বর্তমানে বসুন্ধরার ওই নির্মাণাধীন ভবনে থাকতেন। নিহত দুই মেয়ের জনক ছিলেন বলে জানিয়েছেন স্বজনরা।
গত ২৬ ফেব্রুয়ারি এ দুর্ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে সোমবার (৩ মার্চ) সকালের দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহতের ভাই মোঃ লিটন জানান, আমার ভাই রড মিস্ত্রির কাজ করতো। গত ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার এম-ব্লকে একটি নির্মাণাধীন ভবনের একতলার ছাদে কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে দ্রুততাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে হাসপাতালের ১০২ নং ওয়ার্ডে ভর্তি দেন দায়িত্বরত চিকিৎসক। সেখানে আজ সকালের দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আমার ভাই।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান ওই রড মিস্ত্রীর মরদেহ হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
আমার বার্তা/জেএইচ/এমরানা