
রাজধানীর কলাবাগান ফ্রি স্কুল স্ট্রিট রোডে একটি বাসায় সিলিং ফ্যানের সঙ্গে নাদের নেহাল রনক (৩২) নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি নিউইয়র্কের কুইন্স ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরের দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মৃতের স্থায়ী ঠিকানা ৯১ নম্বর আরামবাগ। তিনি আজম শিকদার ও সেলিনা আক্তারের ছেলে। বর্তমানে ৩৭৪/ই ফ্রি স্কুল স্ট্রিট, হাতিরপুল এলাকায় ভাড়া বাসায় থাকতেন। এক ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন বড়।
কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবু শরীফ জানান, আজ ভোরে খবর পেয়ে কলাবাগানের ফ্রি স্কুল স্ট্রিট রোডের চতুর্থ তলার একটি ভাড়া বাসার কক্ষ থেকে ওই শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, নিহতের আত্মীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে যে, ওই যুবক নিউইয়র্কের একটি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতেন। তার বাবা নিউইয়র্ক প্রবাসী, তিনি দুটি বিয়ে করেছেন এবং দ্বিতীয় স্ত্রীকে নিয়ে বর্তমানে তিনি নিউইয়র্কেই থাকেন। কয়েক মাস আগে রনক ঢাকায় এসেছিলেন মা এবং বোনের সঙ্গে দেখা করতে। ওই যুবক পারিবারিক ও মানসিক হতাশায় ভুগছিলেন। এ কারণে তিনি এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবুও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
আমার বার্তা/এমই

