জাতীয় নাগরিক পার্টির ২১৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদিত হয়েছে। রোববার (২ মার্চ) ভোররাতে জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেনের পাঠানো এক বার্তায় বিষয়টি জানাগেছে।
২৮ ফেব্রুয়ারি রাজধানী ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘জাতীয় নাগরিক পার্টি’ নামে নতুন এ রাজনৈতিক দলের আত্মপ্রকাশে জুলাই অভ্যুত্থানের অন্যতম যোদ্ধা হিসেবে নাহিদ ইসলামকে আহ্বায়ক এবং সদস্য সচিব হিসেবে আখতার হোসেনের নাম ঘোষণা করা হয়েছে।
আগামী ১ বছরের জন্য নতুন এ দলের কমিটি অনুমোদন হয়েছে।দলটির উত্তরাঞ্চলে মুখ্য সংগঠকের দায়িত্ব দেওয়া হয়েছে জুলাই বিপ্লবের অন্যতম যোদ্ধা সারজিস আলম। তার সঙ্গে যুগ্ম মুখ্য সংগঠকের দায়িত্ব দেওয়া হয়েছে সাইফুল্লাহ হায়দার, আলী নাছের খান, সাকিব মাহদী, মেজর (অব.) আব্দুল্লাহ আল মাহমুদ, সাদিয়া ফারজানা দিনা, অলিক মৃ, আসাদুল্লাহ আল গালিব, হানিফ খান সজীব এবং জলঢাকার আবু সাঈদ লিওনকে।
উত্তরাঞ্চলের যুগ্ন মুখ্য সংগঠক আবু সাঈদ লিওনের গ্রামের বাসা নীলফামারী জেলার জলঢাকা উপজেলার বালাগ্রামে। আবু সাঈদ লিওনকে যুগ্ম মুখ্য সংগঠকের দায়িত্বে রাখায় তার নিজ জন্মস্থান জলঢাকায় বইছে খুশির আমেজ। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃত্বের নিকট কৃতজ্ঞতা জানিয়েছেন অনেকে।